Shahid Afridi – পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এই তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে সেদেশের পুরুষদের জাতীয় দলের অন্তর্বর্তীকালীন জাতীয় নির্বাচকের দায়িত্ব দেওয়া হলো। এই তিন সদস্যের কমিটির বাকি দুই সদস্য হলেন আব্দুল রাজ্জাক এবং রাও ইফতেখার অঞ্জুম।
ইতিমধ্যে রামিজ রাজাকে সরিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের পদে এসেছেন নাজিম শেঠি। তিনি দায়িত্বে আসার পর থেকেই গোটা পাকিস্তান ক্রিকেট কমিটির সদস্য মন্ডলীতে একাধিক বদল এনেছেন। সদ্য ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিলো পাকিস্তান, তার জেরে মহম্মদ ওয়াসিমকে জাতীয় নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
— Pakistan Cricket (@TheRealPCB) December 24, 2022
আরও পড়ুনঃ IPL 2023 : অবশেষে ‘রাজা’ এলো আইপিএলে
শাহিদ আফ্রিদিকে দায়িত্ব দেওয়ার খবরটি ট্যুইট করে জানিয়েছেন শেঠি। গত কুড়ি বছরের বেশি সময় জুড়ে আক্রমণাত্মক ব্রান্ডের ক্রিকেট খেলে পাকিস্তান বাসীকে মনোরঞ্জন দিয়েছেন শাহিদ আফ্রিদি। আধুনিক যুগের ক্রিকেট তিনি ভালো বোঝেন অন্যান্য ক্রিকেটারদের তুলনায়। তাই তাকে ভরসা করে এই দায়িত্ব দেওয়া যায় বলেই মনে করেন নাজিম শেঠি, তার বক্তব্য –
“আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্যে আজীবন জনপ্রিয় ছিলেন শাহিদ আফ্রিদি। কোনও ভয় ছাড়াই ক্রিকেট খেলা চালিয়ে গেছেন তিনি। প্রায় কুড়ি বছরের কাছাকাছি তার ক্রিকেট খেলার অভিজ্ঞতা। প্রতিটি ফর্ম্যাটেই সাফলতার সাথে খেলেছিলেন। আর সবচেয়ে বড় বিষয়, তিনি উদীয়মান প্রতিভাদের সমর্থন করে এসেছেন। তাই আমাদের মনে হয়েছে তার থেকে এই দায়িত্ব আর কেউই ভালো করে পালন করতে পারতোনা।”
এই তিন সদস্যের কমিটির প্রথম কাজ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্যে দল ঘোষণা করা।