Shaheen Afridi : বিয়ে সারলেন শাহীন আফ্রিদি

0
24
Shaheen Afridi : Shaheen Afridi Gets Married To Shahid Afridi's Daughter In Karachi
Shaheen Afridi : Shaheen Afridi Gets Married To Shahid Afridi's Daughter In Karachi

Shaheen Afridi – বিয়ে করে ফেললেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি। করাচিতে প্রাক্তন পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদির কন‍্যা আনশার সাথে বিবাহ সারলেন শাহীন।

শুক্রবার করাচিতে অনুষ্ঠিত হয়েছিলো শাহীনের বিবাহ অনুষ্ঠান। পাকিস্তানের প্রায় সকল ক্রিকেটারেরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন দলের অধিনায়ক বাবর আজম। (Shaheen Afridi)

ইতিমধ্যে শাহীনের বিবাহ অনুষ্ঠানে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Shaheen Afridi)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহীন বলেছিলেন চোট পাওয়ার পর খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন তিনি। ২০২২ সালটা কেরিয়ারের এযাবৎ সবচেয়ে খারাপ বছর বলা চলে শাহীন আফ্রিদির। জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে টেস্টে খেলাকালীণ চোট পান। এরপর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেন। কিন্তু টুর্নামেন্টের ফাইনালে খেলাকালীণ ফের আরেকবার হাঁটুতে চোট পান। এরপর থেকে এখনো অবধি মাঠের বাইরে রয়েছেন এই ক্রিকেটার। (Shaheen Afridi)

এমাসের মাঝামাঝি সময় ফের বাইশ গজে প্রত‍্যাবর্তন করবেন শাহিন, পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। ২০২২ সালে শাহীন আফ্রিদির নেতৃত্বে লাহোর কালান্দার্স প্রথম বারের মতো পাকিস্তান সুপার লিগ জিতেছিলেন। (Shaheen Afridi)

আরও পড়ুনঃ Dipa Karmakar : ডোপ নেওয়ার জন্য ২১ মাসের জন্য নির্বাসিত হলেন দীপা কর্মকার

প্রত‍্যাবর্তন করার আগে লাহোর কালান্দার্সের সরকারি ইউটিউব চ‍্যানেলে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন শাহীন। ২২ বছর বয়সী এই পেসার জানিয়েছেন সেরে ওঠার পর্বে একাধিক বার তার মনে হয়েছে খেলা থেকে অবসর নিয়ে নেবেন তিনি। (Shaheen Afridi)

“ওই সময় ট্রেনিং নিতে গিয়ে প্রায়শই মাথায় আসতো এবার অবসর নিয়ে ফেলি। সেই একই চোট, সেই একই মাসল সুস্থ করার প্রচেষ্টা, সেটাও আবার কোনও ভাবেই ঠিক হচ্ছে না। তখন মনে হয়েছিল এটাই আমার সরে যাওয়ার সময়।”- শাহিন আফ্রিদি (Shaheen Afridi)

কিন্তু এরপর নিজের পুরনো কিছু ম‍্যাচের ক্লিপিং দেখেন শাহিন। নিজের ভিডিও দেখেই ফের মাঠে ফেরার অনুপ্রেরণা পান। বলেছেন,

“এরপর আমি ইউটিউবে আমার বোলিং পারফরম্যান্স দেখতাম, ভাবলাম কি ভালো বোলিং করতাম আমি। আমাকে আরও একটু পরিশ্রম করার প্রয়োজন আছে।”

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবে গোলের খাতা খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো