Shaheen Afridi – আগামী বছর এপ্রিল মাসের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা সম্ভব নয় শাহিন শাহ আফ্রিদি। এর ফলে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্টে খেলা সম্ভব নয় এই তারকা পাকিস্তানের পেসারের।
হাঁটুর চোটের জন্যে এমনিতেই বিশ্রামে ছিলেন কেন। শনিবার দ্রুত ইসলামাবাদের হাসাপাতালে ছোঁটেন শাহিন। সেখানে অ্যাপেন্ডিক্স অপারেশন হয় তার। (Shaheen Afridi)
“আজ অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে শাহীনের। ডাক্তার ওকে মাস ছয়েক বিশ্রাম নিতে বলেছেন ক্রিকেটে ফেরার আগে।” – এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্র। (Shaheen Afridi)
সার্জারির পর সপ্তাহ ছয়েক বিশ্রাম নিয়ে দুই সপ্তাহ হাঁটুর চোট সারাতে মাঠে নামবেন শাহীন।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ‘কাতারের বিশ্বকাপ দলটা কোনও ফুটবল খেলিনি’, দাবী নেটিজেনদের
সংশ্লিষ্ট সূত্র আরও বলে,
“এর মানে ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্ট ম্যাচ মিস করতে চলেছে আফ্রিদি।”
সূত্রের খবর অনুযায়ী পাকিস্তানের ক্রিকেট বোর্ড আফ্রিদি’কে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেনা। অন্তত আগামী বছর এপ্রিল মাস অবধি।সূত্রের বক্তব্য,
“পাকিস্তান সুপার লিগেও আফ্রিদি খেলবেন কিনা, সেটা এখনও নিশ্চিত নয়। সেটা তার সেরে ওঠার উপর নির্ভর করছে। এছাড়াও ফ্রাঞ্চাইজি’কেও তাকে কখন খেলানো হতে পারে, সেই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : আজ এই ডাচ তারকা ছাড়াই সানে হীন সেনেগালের বিরুদ্ধে খেলতে নামছে হল্যান্ড