Shahid Afridi – ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর থেকে কঠিন সমালোচনা জারি পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে। ঘরের মাঠে ইংল্যান্ডের উপর দাপট দেখাবে পাকিস্তান, এমনটা প্রত্যাশা করা হলেও, হয়েছে ঠিক তার উল্টো। ৩-০ ব্যবধানে স্টোকসদের কাছে লজ্জা হার হারে বাবররা।
গোটা সিরিজে কার্যত পাকিস্তানকে দাত কাঁটতে দেয়নি ইংল্যান্ড। কঠিন সময় অধিনায়কের পাশে দাড়িয়ে ট্যুইট করেছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর শাহিন নিজেও মাঠের বাইরে হাঁটুর চোটের কারণে। (Shahid Afridi)
“বাবর আজম আমাদের এবং পাকিস্তানের গর্ব। উনি আমাদের ক্যাপ্টেন আছেন এবং থাকবেন। এই দলকে সাপোর্ট করুন। এই দলটাই জেতাবে। গল্পের শেষ এখানে নয়।”
– এমনটাই ট্যুইট করেছিলেন শাহিন আফ্রিদি। (Shahid Afridi)
Shaheen Shah Afridi has deleted this Tweet after announcement of Shahid Afridi as chief selector.
— SAAD 🥲💔 (@SaadIrfan258) December 24, 2022
Shaheen 🦅 bhi fake nikla 💔. pic.twitter.com/igUHR1JJPf
সদ্য পাকিস্তান ক্রিকেট দলের চিফ সেলেক্টর হয়েছিলেন শাহিদ আফ্রিদি। তার পদে আসার পরেই দেশের ক্রিকেট দলের অধিনায়ক’কে সমর্থন করে করা ট্যুইট ডিলিট করেছেন শাহিন আফ্রিদি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দেবেন বাবর। তার আগে শাহিনের এই ট্যুইট ডিলিট করা অবাক করেছে সকলকে।
২০২০ সালের নভেম্বর মাসে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হন শাহিন আফ্রিদি। তার নেতৃত্বে পাকিস্তান ৮ টা টেস্ট জিতেছিলো, হেরেছে ৬ টা।