ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে (India VS Bangladesh 2022) তিন ম্যাচের ওডিআই সিরিজে রবীন্দ্র জাদেজা এবং যশ দেয়ালের পরিবর্তে সুযোগ পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ এবং কুলদীপ সেন।
এর আগে সংবাদ মাধ্যম দাবী করেছিলো বাংলাদেশ সিরিজে অংশগ্রহণ করতে পারবেনা রবীন্দ্র জাদেজা। ২৩ শে নভেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সিজেনড অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার হাঁটুর চোট এখনও অবধি পুরোপুরি সেরে ওঠেনি। তিনি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন আপাতত। পিটের সমস্যার জেরে সিরিজ থেকে ছিটকে গেলেন যশ দেয়াল। (India VS Bangladesh 2022)
এর আগে কুলদীপ এবং শাহবাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে সুযোগ পেয়েছিলো। অকল্যান্ডে ২৫ শে নভেম্বর থেকে এই সিরিজ শুরু হবে। এবার তারা বাংলাদেশ সফরের দলের শরীক হবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে এই দুই ক্রিকেটারের কোনও পরিবর্ত ক্রিকেটারের নাম জানানো হয়নি। (India VS Bangladesh 2022)
India A squad for 2nd 4-day game: Abhimanyu Easwaran (C), Rohan Kunnummal, Yashasvi Jaiswal, Yash Dhull, Sarfaraz Khan, Tilak Varma,Upendra Yadav (wk), Saurabh Kumar, Rahul Chahar, Jayant Yadav, Mukesh Kumar, Navdeep Saini, Atit Sheth, Cheteshwar Pujara, Umesh Yadav,KS Bharat(wk)
— BCCI (@BCCI) November 23, 2022
৪ ই ডিসেম্বর শুরু হচ্ছে ভারত – বাংলাদেশ (India VS Bangladesh 2022) সিরিজ। ১০ ই ডিসেম্বর ওডিআই সিরিজ শেষের পর ১৪ ই ডিসেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের নিরিখে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে।
ওডিআই সিরিজের (India VS Bangladesh 2022) তৃতীয় ওডিআই যা আগামী ১০ ই ডিসেম্বর খেলার কথা, সেটা বাংলাদেশের রাজধানী থেকে সরিয়ে চিটাগং’এ নিয়ে যাওয়া হলো। ওইদিন পলিটিক্যাল র্যালি হওয়ার কথা ঢাকায়, তাই ঝামেলার আশঙ্কা থাকায় ম্যাচ সরানো হলো শেষ অবধি।
Updated Team India squads for Bangladesh & New Zealand ODIs
India’s squad for New Zealand ODIs: Shikhar Dhawan (C), Shubman Gill, Deepak Hooda, Suryakumar Yadav, Shreyas Iyer, Rishabh Pant (VC and WK), Sanju Samson (WK), Washington Sundar, Shardul Thakur, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Umran Malik.
India’s ODI squad for India VS Bangladesh 2022 : Rohit Sharma (C), KL Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (WK), Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen.
নির্বাচকরা বাংলাদেশের ‘এ’ দলের বিরুদ্ধে দুটো চার দিনের দল’ও ঘোষণা করেছে ভারত :
প্রথম ম্যাচের দল : Abhimanyu Easwaran (C), Rohan Kunnummal, Yashasvi Jaiswal, Yash Dhull, Sarfaraz Khan, Tilak Varma, Upendra Yadav (wk), Saurabh Kumar, Rahul Chahar, Jayant Yadav, Mukesh Kumar, Navdeep Saini, Atit Sheth.
দ্বিতীয় ম্যাচের দল : Abhimanyu Easwaran (C), Rohan Kunnummal, Yashasvi Jaiswal, Yash Dhull, Sarfaraz Khan, Sarfaraz Khan, Upendra Yadav (wk), Saurabh Kumar, Rahul Chahar, Jayant Yadav, Mukesh Kumar, Navdeep Saini, Atit Sheth, Cheteshwar Pujara, Umesh Yadav, KS Bharat (wk).
প্রথম চার দিনের ম্যাচ খেলা হবে ২৯ শে নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর, দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলা হবে ৬-৯ ডিসেম্বর।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মরুদেশে সূর্যোদয়, ২-১ গোলে জার্মানি কে হারালো জাপান