২০২৩ মেয়েদের অনূর্ধ ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ (Women’s U-19 T20 World Cup 2023) অনুষ্ঠিত হবে সাউথ আফ্রিকায়। আগামী ১৪-২৯ শে জানুয়ারি জুড়ে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ইয়ং ব্যাটার শেফালি ভার্মা।
শেফালি ভার্মা ক্যাপ্টেন। শ্বেতা শেরওয়াত সহ অধিনায়ক (Women’s U-19 T20 World Cup 2023)। উইকেট কিপার বাংলার রিচা ঘোষ। ১৮ বছর বয়সী শেফালি এখনও ভারতের হয়ে ৪৬ টা টি ২০ ম্যাচ খেলেছে। সেখানে ১০৯১ রান করেছেন ১৩৪.৫২ স্ট্রাইক রেটে।
🚨 NEWS 🚨: India U19 Women’s squad for ICC World Cup and SA series announced.
— BCCI Women (@BCCIWomen) December 5, 2022
More Details 🔽https://t.co/onr5tDraiq
🚨 NEWS 🚨: India Under-19 Women's team set to play a five-match bilateral T20 series against South Africa Under-19.
— BCCI Women (@BCCIWomen) December 5, 2022
আইসিসির অনূর্ধ ১৯ মেয়েদের টোয়েন্টি বিশ্বকাপে (Women’s U-19 T20 World Cup 2023) অংশগ্রহণ করবে মোট ১৬ ট দেশ। গ্রুপ ডি তে আছে ভারত, সাউথ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি এবং স্কটল্যান্ড। প্রতিটি গ্রুপ থেকে প্রথম তিন দল সুপার সিক্স রাউন্ডে উত্তীর্ণ হবে। সেখানে দুটো গ্রুপে করা হবে ছয়টি দলের।
সেখান থেকে গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৭ শে জানুয়ারি পচেফস্ট্রমের জেবি মার্কস ওভালে দুটো সেমিফাইনাল খেলা হবে। ২৯ শে জানুয়ারি খেলা হবে ফাইনাল। (Women’s U-19 T20 World Cup 2023)
একই দিনে সাউথ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের অনূর্ধ – ১৯ দল ঘোষণা করেছে। ২৭ শে ডিসেম্বর ২০২২ থেকে ৪ ই জানুয়ারি, ২০২৩ অবধি খেলা হবে সিরিজের ম্যাচ গুলো। প্রিটোরিয়ার টুকস ওভালে।
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুললেন কোহলির ছোটবেলার কোচ
India W Squad for SA W vs IND W T20 Series :
Shafali Verma (capt), Shweta Sehrawat (vice-capt), Richa Ghosh (wk), G Trisha, Soumya Tiwari, Sonia Mendhiya, Hurley Gala, Hrishita Basu (wk), Sonam Yadav, Mannat Kashyap, Archana Devi, Parshavi Chopra, Titas Sadhu, Falak Naz, Shabnam MD.
Standby players : Shikha Shalot, Najla CMC, Yashashri
India W Squad for ICC Women’s U-19 T20 World Cup 2023 :
Shafali VermaShweta SehrawatRicha GhoshGongadi TrishaSoumya TiwariSonia MendhiyaTitas SadhuHurley GalaFalak NazShabnam MDMannat KashyapSonam YadavArchana DeviParshavi ChopraHrishita BasuShikha Shalot.
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : দলের লজ্জার হারের দিন মহম্মদ আজহারউদ্দিনের রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা