Sergio Aguero : ফের ফুটবল মাঠে প্রত‍্যাবর্তন করবেন আগুয়েরো, খেলবেন বার্সেলোনার হয়ে 

0
2604
Sergio Aguero will return to the football field and play for Barcelona
Sergio Aguero will return to the football field and play for Barcelona

Sergio Aguero – দীর্ঘ ১৫ মাস পর ফের ফুটবল মাঠে প্রত‍্যাবর্তন করতে চলেছেন সের্গিও আগুয়েরো। তার মেডিক্যাল চেক আপের কাজ খুব নির্ভিঘ্নে মিটেছে বলে জানা যাচ্ছে।

গত মরশুমে আলাভেসের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে খেলতে নামার মিনিট ৪২ এর মাথায় তাকে (Sergio Aguero) তুলে নেওয়া হয়েছিল। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো খেলার সময়।

পরে আর ট্রেনিং শিবিরে ফেরা হয়নি আগুয়েরোর, আরিথিমিয়া নামের হৃদযন্ত্রের একটি সমস্যার জন্যে মাত্র ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিতে বাধ‍্য হয়েছিলেন আগুয়েরো সেই সময়। মাত্র ১৬৫ মিনিট বার্সেলোনার হয়ে খেলেছিলেন তিনি (Sergio Aguero)।

সেই ম‍্যাচের এক বছর তিন মাস পর ইকুয়েডরের ক্লাব বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের হয়ে ফের মাঠে নামতে চলেছেন আগুয়েরো। ইউতিমিও পেরেজ নামের একজন স্প‍্যানিশ প্রবাসী তার জন্মের শহরের নাম বার্সেলোনার নামে এই ক্লাব প্রতিষ্ঠা করেন। এই ইকুয়েডরের ক্লাবের লোগোটাও বার্সেলোনা ক্লাবের থেকেই অনুপ্রাণিত।

“আমার ব‍্যক্তিগত কার্ডিওলজিস্টের কাছে চেক আপ করিয়েছি। আমি এই মুহূর্তে ভীষণ ভালো আছি এবং ট্রেনিং’ও শুরু করে দিয়েছি। ফের মাঠে নামার জন্যে মুখিয়ে আছি আমি।” – আগুয়েরো 

আরও পড়ুনঃ Dwaine Pretorius : বছরের শুরুতে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট’কে বিদায় জানালেন ছন্দে থাকা ক্রিকেটার

কাতার বিশ্বকাপ চলাকালীন ইকুয়েডরের এই ক্লাবের কর্মকর্তাদের সাথে কথা হয় আগুয়েরোর (Sergio Aguero)। ইকুয়েডরের টপ ডিভিশন থেকে কখনও রেলিগেটেড হয়নি এই ক্লাব।

ইন্ডিপেন্ডেট, অ্যাটলেটিকো মাদ্রিদ,‌ ম‍্যানচেস্টার সিটি, বার্সেলোনার হয়ে মোট ৬৬৩ টা ম‍্যাচ খেলেছিলেন আগুয়েরো (Sergio Aguero)। ৩৭৯ টা গোল করেন তিনি, আছে ১১৮ টা অ্যাসিস্ট। জিতেছেন মোট ১৭ টা ট্রফি। এছাড়া আর্জেন্টিনার হয়ে ১০১ টা ম‍্যাচ খেলে ৪১ টা গোল করার নজির আছে তার।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ শুরুর আগে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন কোহলি, পোস্ট করলেন ছবি