
ঘরোয়া সার্কিটে অসাধারণ রেকর্ড থাকা সত্ত্বেও, (Sarfaraz Khan) জাতীয় দলের হয়ে খেলার জন্য আরও অপেক্ষা করতে হবে সরফরাজ খান’কে। তিনি রঞ্জি ট্রফি’র ২০২১-২২ মরশুমে সর্বোচ্চ স্কোরার ছিলেন। সেই মরশুমে তিনি ছটি ম্যাচে ৯৮২ রান করেছিলেন।
এই মরশুমেও ভালো ছন্দে রয়েছেন সরফরাজ (Sarfaraz Khan)। তবে আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফি’র জন্য বিসিসিআই সরফরাজ’কে দলে রাখেনি। আর এতে যে মুম্বাইয়ের এই তারকা ব্যাটসম্যান রীতিমতো বিরক্ত এবং হতাশ হয়েছেন, সেটা তিনি গোপনও করেননি।
অন্যদিকে পৃথ্বী শ, যিনি মুম্বাইয়ের হয়েও খেলেন, তাকে ৫৩৭ দিনের দীর্ঘ ব্যবধানের পরে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে। অসমের বিরুদ্ধে মুম্বাইয়ের রঞ্জি ম্যাচে পৃথ্বী শ ৩৭৯ রান করেছিলেন। আর তার এই ভালো পারফরম্যান্সের জেরেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন। তিনি শেষ বার ভারতের হয়ে ২০২১ সালের জুলাই’য়ে শ্রীলঙ্কা’র বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
মুম্বাই অধিনায়ক অজিঙ্কা রাহানে, যিনি ইতিমধ্যেই চুটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, তিনি সরফরাজের হতাশা বোঝেন। সরফরাজ (Sarfaraz Khan) এবং পৃথ্বী’কে নিয়ে পিটিআই-এ রাহানে বলেছেন,
“ওদের প্রতি আমার পরামর্শ একেবারে সহজ, যা নিয়ন্ত্রন করা যায়, সেটা নিয়ন্ত্রণ করো। আর যেটা হাতে নেই, সেটা নিয়ে বেশি ভেবো না। শুধু চেষ্টা করো, সেই মুহুর্তটিকে ঠিক রাখতে এবং খুব বেশি এগিয়ে ভাবার দরকার নেই।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারত-শ্রীলঙ্কা’র শেষ ওডিআই ম্যাচে অর্ধেক খালি স্টেডিয়াম দেখে চরম হতাশ যুবরাজ
রাহানে জানেন, এই বিষয়গুলি যেকোনও খেলোয়াড়’কে প্রভাবিত করে, এবং কেউ যদি এই নিয়ে আলোচনা করতে চান, তা হলে তার দরজা সব সময় খোলা থাকবে বলে দাবি করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। রাহানের দাবি,
“আমার কাছে যে কেউ আসতেই পারে এবং তাদের ব্যক্তিগত জীবনে যা কিছু সমস্যা চলছে, সেই বিষয়ে আলোচনাও করতে পারে।”
তিনি আরও বলেছেন, (Sarfaraz Khan)
“যারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের পাশে থাকা দরকার। প্লেয়ার’দের শুধু মাঠের মধ্যে নয়, মাঠের বাইরেও মত প্রকাশের স্বাধীনতা দেওয়া জরুরি।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কে এস ভারত’কে অস্ট্রেলিয়া সিরিজে ভারতের প্রথম একাদশে দেখতে চান এই প্রাক্তন নির্বাচক