IND vs SL 2023 : দ্বিতীয় টি টোয়েন্টি ম‍্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন সঞ্জু স‍্যামসন 

0
116
Sanju Samson was uncertain in the second Twenty20 match of IND vs SL 2023 Series
Sanju Samson was uncertain in the second Twenty20 match of IND vs SL 2023 Series

IND vs SL 2023 – পুণেতে ভারত – শ্রীলঙ্কার টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম‍্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন সঞ্জু স‍্যামসন। হাঁটুতে সমস্যা থাকার কারণে দলের সাথে পুণেতে সফর করছেন না সঞ্জু।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সিরিজের প্রথম ম‍্যাচে বিশেষ কিছুই করে উঠতে পারেননি সঞ্জু, ব‍্যাট হাতে দলের প্রতি তার অবদান ৫ রান। ধনঞ্জয় ডে’সিলভার বলে চালাতে গিয়ে সহজ ক‍্যাচ দিয়ে বসেন তিনি। (IND vs SL 2023)

রিপোর্ট অনুযায়ী একটি ক‍্যাচ ধরতে গিয়ে হাঁটুতে চোট পান সঞ্জু। অনেকটা ডাইভ দিয়ে ক‍্যাচটা ধ‍রার প্রচেষ্টা ক‍রলেও শেষ অবধি সেই ক‍্যাচ তালুবন্দি করতে পারেননি তিনি। সেই সময় চোট পেয়েছেন এমনটাই জানা গিয়েছে। (IND vs SL 2023)

মঙ্গলবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে খেলার অভিজ্ঞতা একেবারেই ভালো নয় সঞ্জু স‍্যামসনের। এদিন চার নম্বরে ব‍্যাট করার সুযোগ পেয়েছিলেন সঞ্জু, হাতে ১৪ ওভার ব‍্যাট করার হাতছানি ছিলো তার কাছে, কিন্তু একবার ধনঞ্জয় ডে’সিলভা তার ক‍্যাচ মিস করলেও সেই জীবনদান কোনও কাজে লাগাতে পারেননি এই তারকা ভারতীয় ব‍্যাটার।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সিনিয়র বোলারদের দায়িত্ব নেওয়ার জন্য তৈরী মাভি, উমরান, প্রশংসা করলেন কোহলির কোচ 

একই ওভারে যে শট খেলতে গিয়ে আউট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল সঞ্জু’র, ঠিক সেই শট ফের খেলার চেষ্টা করেন দ্রুত রান করার জন্য, কিন্তু টপ এজড হয়ে সোজা থার্ড ম‍্যানের হাতে গিয়ে বল জমা পড়ে, ছয় বলে পাঁচ রান করে আউট হয়ে যান সঞ্জু স‍্যামসন। (IND vs SL 2023) 

অনেকেই মনে করেন দুর্ভাগ্যবশত আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি একটা ম‍্যাচ খেলার সুযোগ পান না সঞ্জু স‍্যামসন। কিন্তু এদিনের খেলা চলার মাঝেই সঞ্জু্র সমালোচনা ক‍রে কিংবদন্তি ভারতীয় ব‍্যাটার সুনীল গাভাস্কার বলেছেন, এরকম ভাবে খেলে নিজের প্রতিভার প্রতি সঠিক বিচার করছেন না –

“এবার এজ হয়ে যাওয়া বল থার্ডম‍্যানের হাতে গিয়ে তালুবন্দী হলো। কি অসাধারণ ক্রিকেটার সঞ্জু। অসম্ভব প্রতিভাবান একজন ক্রিকেটার সঞ্জু স‍্যামসন, কিন্তু বেশ কিছু সময় তার শট বাছাই’ই তাকে বিপদের মুখে ঠেলে দেয়, এবারও তেমন ভাবেই হতাশ করলেন সঞ্জু।”

সুনীল গাভাস্কারের মতো একই সুর শোনা গেছে গৌতম গম্ভীরের বক্তব্যে, সঞ্জু স্যামসনের সুযোগ হাতছাড়া করার পরিপ্রেক্ষিতে Star Sports এ গম্ভীর বলেছেন –

“আমরা সব সময় সঞ্জুর প্রতিভার প্রশংসা করি, ওর কিন্তু এই সব সুযোগ গুলোকে কাজে লাগানো উচিত।”

আরও পড়ুনঃ East Bengal : ইস্টবেঙ্গলের নজরে এবার হ‍্যারি কেন দের দেশের তারকা