
Sanju Samson – আসন্ন শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ গুলোতে সঞ্জু স্যামসন’কে ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়ার দাবি জানালো ওয়াসিম জাফর।
২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি টোয়েন্টি খেলবে তারা। (Sanju Samson)
জাফর মনে করেন সাদা বলের ক্রিকেটে সঞ্জু’কে নিজের প্রতিভা জাহির করার ধারাবাহিক ভাবে সুযোগ দেওয়া উচিত। প্রাক্তন এই ভারতীয় ব্যাটার ট্যুইট করেছেন –
“শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ গুলোতে ভারতের দলে সঞ্জু সুযোগ পাবে, এমনটাই আশা রাখছি আমি। ওর ধারাবাহিক ভাবে সুযোগ পাওয়ার বিশেষ প্রয়োজন আছে।”
I hope Sanju Samson is part of India squads for both T20I and ODI series against SL and NZ. And gets a consistent long run. #INDvSL #INDvNZ
— Wasim Jaffer (@WasimJaffer14) December 26, 2022
জাতীয় দলে অনিয়মিত মুখ সঞ্জু স্যামসন। নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে ছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে সুযোগ হয়নি তার। এবছর আগষ্ট মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। (Sanju Samson)
এবছর ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন সঞ্জু। নয় ইনিংসে ২৮৪ রান করেছেন ৭১ গড়ে। কেরালার এই তারকা ক্রিকেটার পাঁচ’টা টি টোয়েন্টি ইনিংসে ১৭৯ রান করেছেন, ৪৪.৭৫ গড়ে। ১৫৮.৪০ স্ট্রাইক রেটে।
আইপিএল রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেন তিনি। এবছর আইপিএলে ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন ১৪৬.৭৯ স্ট্রাইক রেটে।