Sania Mirza : স্ত্রী সানিয়ার অবসরে আবেগপ্রবণ পোস্ট শোয়েবের

0
437
Sania Mirza : 'Sania Mirza, you are the...': Shoaib Malik Pens Down Note for Wife After her Career's Last Grand Slam Match
Sania Mirza : 'Sania Mirza, you are the...': Shoaib Malik Pens Down Note for Wife After her Career's Last Grand Slam Match

শেষ হয়েও হল না শেষ। গত শুক্রবার জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামেন সানিয়া মির্জা। (Sania Mirza) অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে ওঠেন সানিয়া মির্জা এবং রোহন বোপান্না জুটি। এর আগে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে ছিটকে যান সানিয়া।

মিক্সড ডাবলস ফাইনাল জিততে মরিয়া ছিলেন তিনি (Sania Mirza)। কিন্তু হল না। হারতে হয় মির্জা-বোপান্না জুটিকে। ম্যাচ শেষে চোখের জল মুছতে মুছতে মাঠ ছাড়েন তিনি। শুধু তাই নয়, সানিয়া জানিয়ে দেন যে, এটাই তার জীবনের শেষ ম্যাচ নয়। গ্র্যান্ড স্ল্যাম হয়তো তিনি আর খেলবেন না। কিন্তু আরও বেশ কিছু ম্যাচ তিনি খেলতে চান।

সানিয়া মির্জা (Sania Mirza) ও রোহন বোপান্না জুটি ফাইনালে লুইসা স্টেফানি এবং রাফায়েল মাতোসের ব্রাজিলিয়ান জুটির কাছে ৬-৭ (২-৭) ও ২-৬ ব্যবধানে হারে। সঙ্গে সঙ্গেই জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্নও শেষ হয়ে যায় সানিয়ার। ম্যাচের শেষে চোখের জল মুছে তিনি বলেন, “যদি আমি কাঁদি, তবে এটি খুশির কান্না। আমি এখনও আরও কয়েকটি টুর্নামেন্ট খেলবো।” তবে এটি তার শেষ গ্র্যান্ড স্ল্যাম তা আগেই জানান সানিয়া।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক টেনিস কোর্টে স্ত্রী সানিয়ার কৃতিত্বের জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে যায় পোস্টটি। ট্যুইটারে মালিক লেখেন,

“তুমি ক্রীড়া ক্ষেত্রে সব মহিলাদের অনুপ্রেরণার শক্তি। তুমি তোমার কেরিয়ারে যা যা করেছ তার জন্য খুব গর্ববোধ হয়। তুমি অনেকের কাছেই অনুপ্রেরণা। এই ভাবেই এগিয়ে যাও। এত সুন্দর কেরিয়ারের জন্য তোমাকে অনেক অভিনন্দন।”

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : সুযোগ হাতছাড়া করলে পরে পস্তাতে হবে, ইশানকে সতর্ক করলেন কার্তিক

প্রসঙ্গত, মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে ২০০৯ সালে অস্ট্রেলিয়া ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেন জেতেন সানিয়া। (Sania Mirza) সেই সব ম্যাচের শেষে স্মৃতি রোমন্থন করে সানিয়া বলেন,

“২০০৫ সালে যখন আমার বয়স ১৮ বছর তখন আমি এখানে সেরেনা উইলিয়ামসের সঙ্গে খেলি। এখানে আমি বারবার খেলেছি, ম্যাচ জিতেছি। যা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। রড লেভার এরিনা সত্যিই আমার কাছে বিশেষ। আমার কেরিয়ার শেষ করার জন্য গ্র্যান্ড স্ল্যামের চেয়ে ভালো মঞ্চ ভাবতে পারিনি।

আমি কখনই ভাবিনি যে আমি আমার সন্তানের সামনে একটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলতে পারবো। তাই সত্যিই এই ম্যাচটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।”

আরও পড়ুনঃ Ramiz Raja : রামিজ রাজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ওয়াসিম আক্রম, বললেন….