Sania Mirza : টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা

0
67
Sania Mirza : Sania Mirza to retire after Dubai WTA 1000 in February
Sania Mirza : Sania Mirza to retire after Dubai WTA 1000 in February

Sania Mirza – প্রায় দুই দশকের বেশি সময় ধরে জারি তার টেনিস কেরিয়ার। অবশেষে অবসর নেওয়ার বিষয় চিন্তা ভাবনা করছেন কিংবদন্তি টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। ছয় বার গ্রান্ডস্লামে ডবলস জেতা এই টেনিস তারকা জানিয়েছেন তিনি ফেব্রুয়ারি মাসে শেষ টুর্নামেন্ট খেলতে নামছেন। দুবাইতে আয়োজিত হতে চলেছে সেই টুর্নামেন্ট।

হায়দ্রাবাদের এই টেনিস তারকা একসময় বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার ছিলো। ২০১৫ সালের ১৩ ই এপ্রিল শীর্ষে পৌঁছেছিলেন। বর্তমানে ২৪ নম্বর স্থানে আছেন। (Sania Mirza)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা জানিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতে টেনিস জনপ্রিয় করেছিলেন সানিয়া। দুবাই টেনিস চ‍্যাম্পিয়ানশিপ খেলার পর টেনিস কে বিদায় জানাবেন তিনি। (Sania Mirza)

গত মরশুমের শেষে টেনিস থেকে অবসর নেবে বলে ভেবেছিলেন সানিয়া। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদলান। কনুইতে চোট পাওয়ার ফলে গতবছর ইউ এস ওপেন খেলতে পারেননি, আগষ্টেই শেষ হয়ে যায় তার মরশুম। (Sania Mirza) 

আরও পড়ুনঃ IND vs SL 2023 : হার্দিকের ক‍্যাপ্টেন্সি উপভোগ করেন ইরফান পাঠান

দুবাইতে কেরিয়ারের শেষ ম‍্যাচে খেলতে যাওয়ার আগে এবছর অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। কাজাখাস্তানের আনা ডানিলিনার সাথে জুঁটি বাধবেন তিনি। অংশগ্রহণ করবেন উমেন ডবলসে।

১৬ ই জানুয়ারি থেকে শুরু হবে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন। কেরিয়ারে দুটো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া। ২০১৬ সালে মেয়েদের ডবলসে মার্টিনা হিঙ্গিসের সাথে তার আগে ২০০৯ সালে মিক্সড ডবলসে মহেশ ভূপতির সাথে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : তৃতীয় টি-২০’তে খেলতে নামার আগে নিজের বোলিং স্কিল নিয়ে বিশেষ মন্তব্য করলেন কাসুন রাজিথা