Sania Mirza : অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন সানিয়া মির্জা 

0
33
Sania Mirza announced her retirement
Sania Mirza announced her retirement

Sania Mirza – আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন তার কেরিয়ারের শেষ বড়ো টুর্নামেন্ট হতে চলেছে। জানিয়ে দিলেন কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আগামী সোমবার (১৬ ই জানুয়ারি) থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন, এই অস্ট্রেলিয়ান ওপেনে খেলার মধ্যে দিয়ে ২০০৫ সালে টেনিস জগতে যাত্রা শুরু হয়েছিল সানিয়া মির্জার। এবার সেই টুর্নামেন্ট খেলেই টেনিসকে বিদায় জানাতে চলেছেন সানিয়া।

ফেব্রুয়ারি’তে দুবাইতে কেরিয়ারের শেষ টুর্নামেন্ট খেলতে নামবেন তিনি। প্রায় দুই দশক জুড়ে বিস্তৃত তার বর্ণময় টেনিস কেরিয়ার। সোশ্যাল মিডিয়ায় আবেগে ভরা পোস্টে সানিয়া তুলে ধরেছেন তার জার্নির কথা‌। ছয় বছর বয়সে হায়দ্রাবাদের নিজাম ক্লাবে টেনিস জার্নি শুরু হয়েছিল সানিয়ার। (Sania Mirza)

“ছয় বছর বয়সে হায়দ্রাবাদের নাসর স্কুলের একজন ছাত্রী প্রথম বার টেনিস কোর্টে আসেন। সেখানে কোচের কাছে তার শেখা শুরু কিভাবে টেনিস খেলতে হয়। স্বপ্নের সাথে লড়াই শুরু সেই ছয় বছর বয়সে।

একদিন গ্রান্ডস্লাম খেলবো, সেই স্বপ্ন দেখতাম ছোটো থেকেই। এখন কেরিয়ারে পিছিয়ে দেখলে দেখি শুধুমাত্র গ্রান্ডস্লাম খেলাই নয়, তার পাশাপাশি একঝাঁক গ্রান্ডস্লাম নিজের দখলেও আছে আমার। দেশের হয়ে দুটো মেডেল জিতেছিলাম, দেশকে গর্বিত করে দারুণ খুশি হয়েছিলাম। এই সব লিখতে লিখতে আমার চোখে জল চলে আসছে।”

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অবসর পরিকল্পনা জানিয়েছিলেন সানিয়া মির্জা। ভারতে টেনিস জনপ্রিয় করেছিলেন সানিয়া। দুবাই টেনিস চ‍্যাম্পিয়ানশিপ খেলার পর টেনিস কে বিদায় জানাবেন তিনি। (Sania Mirza)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : নয়া সাক্ষাৎকারে গুরু ফার্গুসনের প্রতি শ্রদ্ধা ঝড়লো রোনাল্ডোর গলা থেকে

গত মরশুমের শেষে টেনিস থেকে অবসর নেবে বলে ভেবেছিলেন সানিয়া। কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত বদলান। কনুইতে চোট পাওয়ার ফলে গতবছর ইউ এস ওপেন খেলতে পারেননি, আগষ্টেই শেষ হয়ে যায় তার মরশুম। (Sania Mirza) 

দুবাইতে কেরিয়ারের শেষ ম‍্যাচে খেলতে যাওয়ার আগে এবছর অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। কাজাখাস্তানের আনা ডানিলিনার সাথে জুঁটি বাধবেন তিনি। অংশগ্রহণ করবেন উমেন ডবলসে।

১৬ ই জানুয়ারি থেকে শুরু হবে ২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেন। কেরিয়ারে দুটো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সানিয়া। প্রথমটি জিতেছিলেন ২০১৬ সালে মেয়েদের ডবলসে মার্টিনা হিঙ্গিসের সাথে তার আগে ২০০৯ সালে মিক্সড ডবলসে মহেশ ভূপতির সাথে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : তৃতীয় ওয়ানডে ম‍্যাচে আচমকা ভারত শিবির ছাড়লো ভারত কোচ রাহুল দ্রাবিড়