Sandeep Lamichhane – ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নেপাল ক্রিকেট দলের লেগ-স্পিন বোলার সন্দীপ লামিচানে অন্তর্ভুক্ত হতে পারেন। নেপাল, নামিবিয়া ও স্কটল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর অধীনে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে।
গুরুত্বপূর্ণ এই সিরিজে জাতীয় দলে আসতে পারে সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) নাম। গত বছর সেপ্টেম্বরে এক নাবালিকাকে ধর্ষণের গুরুতর অভিযোগের সম্মুখীন হয়েছিলেন লামিচানে। যদিও তিনি বর্তমানে জামিনে রয়েছেন।
সূত্রের খবর, সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) নাম নিবন্ধনের উদ্দেশ্যে আইসিসিতে পাঠানো ১৪ সদস্যের স্কোয়াডে রয়েছে, কারণ সিরিজটি আইসিসির একটি টুর্নামেন্টে পড়ে এবং নেপাল ক্রিকেট নিজেদের সেরা দলই মাঠে নামাতে চায়।
কার্যত, গত সপ্তাহে সন্দীপ লামিচানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল ক্রিকেট বোর্ড। প্রি-সিরিজের অনুশীলন সেশনেও দলের সঙ্গে দেখা গিয়েছে সন্দীপকে।
সন্দীপ লামিচানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইএসপিএনক্রিকইনফো-এর সঙ্গে কথা বলতে গিয়ে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহাব্যবস্থাপক ব্রিট্যান্ট খানাল বলেছেন যে সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এই শর্তে যে তিনি আদালতের দেওয়া সমস্ত নির্দেশিকা এবং সময়সীমা মেনে চলবেন।
এখানে বলে রাখা ভালো যে এই অভিযোগগুলির পরে সন্দীপ দীর্ঘকাল পুলিশি হেফাজতে ছিলেন এবং তারপর শুনানির পরে, আদালত তাকে ১৫,৩০০ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ১২.৫৩ লক্ষ টাকার জরিমানার বিনিময়ে জামিন দিয়েছে।
তবে নেপাল ক্রিকেট বোর্ডও তার খেলোয়াড়ের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং স্পষ্ট করে দিয়েছে যে আদালত থেকে অনুমতি পেলেই তিনি ক্রিকেট খেলতে যে কোনও বিদেশ সফরে যাবেন।
সন্দীপ লামিচানের (Sandeep Lamichhane) বিরুদ্ধে যখন নাবালিকাকে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে ছিল তখন তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলেন। এরপর লামিচানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল। প্রায় ১৪৬ দিন পরে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ নেপাল (CAN)। এবার দলে জায়গা পেতে চলেছেন তিনি।