Sara Tendulkar : আরসিবির পরম ভক্ত সচিন কন‍্যা সারা তেন্ডুলকার

0
19
Sachin's daughter Sara Tendulkar is an big fan of RCB
Sachin's daughter Sara Tendulkar is an big fan of RCB

Sara Tendulkar – আইপিএলের অন‍্যতম পপুলার ফ্রাঞ্চাইজি রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টুইটারে তাদের ছয় মিলিয়নের বেশি ফলোয়ার। ইন্সটাগ্রামে ফলোয়ার স‌ংখ‍্যা দশ মিলিয়ন ছুঁতে চলেছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের কন‍্যা সারা তেন্ডুলকার‘ও বিরাট ভক্ত আরসিবির।

ইনস্টাগ্রামে আরসিবি সম্পর্কে তার করা একটা মজার ভুল জানিয়েছেন সারা (Sara Tendulkar)। বলেছেন তিনি আরসিবি কে ভুল করে আরবিসি লিখতেন বহুদিন। সচিন এবং তার পুত্র অর্জুন কোনও ভাবে এযাবৎ আইপিএলে আরসিবির সঙ্গে যুক্ত নন। আইপিএল কেরিয়ারের শুরু থেকে শেষ অবধি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে এসেছেন সচিন। ২০২১ সাল থেকে অর্জুন তেন্ডুলকার মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত। সারা (Sara Tendulkar) অবশ্য ইনস্টাগ্রামে আরসিবি’কে ফলো করেনা।

আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর প্রতিনিধিত্ব করে আসছে। অবশ্য কখনও দুই দল আইপিএলের ফাইনালে মুখোমুখি হয়নি। ২০১১ সালে চ‍্যাম্পিয়ান্স লিগের ফাইনালে মুখোমুখি হতে দেখা গেছিলো তাদের। সেই বার হরভজন সিং নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে দিয়েছিলো।ড‍্যানিয়াল ভেত্তোরি নেতৃত্বাধীন আরসিবি কে।

WhatsApp Image 2023 02 08 at 19.25.12

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কে এল রাহুলকে বাদ দিতে সমস্যা কোথায় ? টিম ম‍্যানেজমেন্ট কে প্রশ্ন করলেন কপিল দেব

এখনও অবধি তিন বার ফাইনালে খেললেও একবারও ট্রফি জিততে পারেনি আরসিবি। মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ বারের আইপিএল চ‍্যাম্পিয়ান। ২০১৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল জয়ের খরা কাটায় তারা। অন‍্যদিকে ২০২১ সালে আরসিবির ক‍্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলো বিরাট কোহলি। এখন সেই দলকে নেতৃত্ব দেন ফাফ দু প্লেসিস।

সংশ্লিষ্ট দুই দলকে প্রথমবারের মতো মহিলাদের আইপিএলেও দেখা যাবে। মার্চ ২০২৩ এ আয়োজন করা হবে মেয়েদের আইপিএল। ১৩ ই ফেব্রুয়ারি মেয়েদের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পিচ নয়, সমস্ত ফোকাস খেলাতে, সপাটে জবাব ভারত অধিনায়ক রোহিত শর্মার