Sachin Tendulkar : বাইসাইকেল কিকে অসাধারণ সেভ ফিল্ডারদের, ভিডিও শেয়ার করলেন সচিন তেন্ডুলকার

0
91
Sachin Tendulkar shares video of amazing save by fielders on bicycle kick
Sachin Tendulkar shares video of amazing save by fielders on bicycle kick

Sachin Tendulkar – স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট গুলোতে বরাবর কিছু না কিছু উদ্ভাবনী চমক দেখতে পাওয়া যায়। এমনকি সেই সব আন্তর্জাতিক ক্রিকেটে দেখা সম্ভব নয়। এমনটা সম্প্রতি একটি স্থানীয় ম‍্যাচে দেখা গেছে যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

বাউন্ডারি লাইনের একটি নিশ্চিত ছয় সেভ দিয়ে দেয় একজন ফিল্ডার, কিন্তু এক্ষেত্রে তিনি নিজের ফুটবলার স্বত্বা কে চাগিয়ে তোলেন। অসাধারণ বাইসাইকেল কিকে তিনি সেই নিশ্চিত ছয় সেভ দিয়েছেন। (Sachin Tendulkar)

এবার ঘটনার শেষ এখানেই নয়। কারণ ওই ফিল্ডার সেভ দেওয়ার সাথে সাথে বল যখন বাইরে বেড়িয়ে আসছিলো তখন আরেকজন ফিল্ডার সেটা ক্যাচ লুফে নেন।

আরও পড়ুনঃ Hardik Pandya : সকলকে চমকে দিয়ে ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন বিয়ের পিড়িতে বসতে চলেছে এই তারকা ভারতীয় ক্রিকেটার

পরবর্তী সময়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নজর পড়ে স্বয়ং সচিন তেন্ডুলকরের। তিনি লিখেছেন “যখন কোনও ক্রিকেটারকে দলে নেওয়া হয় যে ফুটবলটাও খেলতে পারেন, তখন এমনটাই হয়।”

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন “এটাকে নিঃসন্দেহে সেরা ক‍্যাচ বলেছেন।” নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশ‍্যাম বলেছেন “অবিশ্বাস্য।”

বিভিন্ন সময় ফুটবলারদের ক্রিকেট খেলতে দেখেছি আমরা। অনেক সময় দেখেছি সেই বিষয়টা তাদের প্রস্তুতির অংশ। এমনকি অনেক সময় নিজেদের আহত করে ফেলেন। রোহিত শর্মা এর প্রকৃত উদাহরণ, ২০১০ সালে ফুটবল খেলতে গিয়ে আহত হন তিনি।

আরও পড়ুনঃ Women’s Premier Leauge : ইতিহাস সৃষ্টি হলো, মেয়েদের আইপিএলের নিলাম করবেন মহিলা অকশনার