IND vs SL 2023 : বিরাট কোহলির নাম শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে না দেখে অবাক প্রাক্তন নির্বাচক 

0
69
Saba Karim was surprised not to see Virat Kohli's name in IND vs SL 2023 T20 series
Saba Karim was surprised not to see Virat Kohli's name in IND vs SL 2023 T20 series

IND vs SL 2023 – ঘরের মাঠে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ হয়নি বিরাট কোহলির। সেটা দেখে ভীষণ অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন নির্বাচক সাবা করিম।

এবছর টি-টোয়েন্টিতে বেশ ভালো খেলেছিলেন কোহলি। কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন সাবা করিম। (IND vs SL 2023)

কোহলি না খেললে ভারত নিশ্চিত হারতো এবছর পাকিস্তানের বিরুদ্ধে ম‍্যাচে। এমনটাই মনে করেন সাবা করিম। India News কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সাবা করিম, তার বক্তব্য –

“টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলির নাম না দেখে ভীষণ অবাক হয়েছি আমি। টি টোয়েন্টি দলে ওকে একটা দায়িত্ব নিশ্চিত করে দেওয়া হয়েছে, যেক্ষেত্রে ভীষণ সফল বলা চলে ওকে। টি টোয়েন্টি বিশ্বকাপের দলে কোহলি না থাকলে ভারত পাকিস্তানের কাছে হারতোই।

আরও পড়ুনঃ Rishabh Pant : হাঁস’কে খাওয়াচ্ছেন ঋষভ পন্ত, ভাইরাল হলো ভিডিও

টি টোয়েন্টি ক্রিকেটে কোহলির ভারতীয় দলে থাকাটা দলকে দারুণ স্টেবিলিটি দিয়েছে বলা চলে। কোহলি ছাড়া বাকিরা যারা টি টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাইনি যারা, তারা তাদের পারফরম্যান্সের জন্যে।

কোহলির দারুণ পারফরম্যান্সের উপর ভিত্তি করে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে ৪ উইকেটে জিতেছিলো। ম‍্যাচে ৮২* রানে অপরাজিত ছিলেন কোহলি। ম‍্যাচে দুর্দান্ত জয় পায় ভারত।

India T20Is squad for IND vs SL 2023 Series :

Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

India ODIs squad for IND vs SL 2023 Series :

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সিনিয়র ক্রিকেটারদের জন্যে এখনও ভারতের টি টোয়েন্টি দলে ঢোকার পথ খোলা, মত সাবা করিমের