BAN vs IND 2022 – বাংলাদেশ টেস্টে প্রথম দিন যে মানসিকতার সাথে ব্যাট করেছেন ঋষভ পন্ত, সেই একই মানসিকতা নিয়ে এর আগেও ব্যাট করে সফল হয়েছেন তিনি।
বুধবার চট্টগ্রামে ৪৫ বলে ৪৬ রান করে আউট হন পন্ত। ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের খেলা শেষে ভারত তুলেছে ২৭৮ রান, ৬ উইকেটে।ক্রিজে অপরাজিত আছেন শ্রেয়স আইয়ার ৮২* রানে। (BAN vs IND 2022)
Sony Sports এর আলোচনায় সাবা করিমের কাছে পন্তের এদিনের ইনিংসের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন –
“পন্ত বড়ো ইনিংস খেলার সময় এমন মানসিকতার খেলে লক্ষ্য করেছি, সেটা ইংল্যান্ড হোক বা অস্ট্রেলিয়া। মাঠে এসে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা চালু করে। এর ফলে ফিল্ডারদের দুরে পাঠায় বিপক্ষ দল, তাই সহজে রান ওঠে।”
সাবা করিমের মতে পন্ত আক্রমনাত্মক খেলায় চেতেশ্বর পূজারার একদিকে ধরে খেলতে সুবিধা হয়েছিল। তার বক্তব্য –
“পন্ত যতো সময় ব্যাট করেছে, রান রেট উপরের দিকে রাখার চেষ্টা করেছে। এর ফলে চেতেশ্বর পূজারা মুক্ত মনে খেলতে পেরেছে। পন্ত বাংলাদেশের স্পিনারদের ছন্দ এবং নিয়মে আবদ্ধ থেকে বোলিং করতে দিচ্ছিলো না। এটাই পন্তের মতা ব্যাটারদের দলে থাকার অ্যাডভান্টেজ।”
Rishabh Pant is already a Test legend 👊🏻#CricketTwitter pic.twitter.com/HpQhzrxg8z
— Sportskeeda (@Sportskeeda) December 14, 2022
Rishabh Pant in Test cricket in the last innings:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 14, 2022
– 100*.
– 96.
– 39.
– 50.
– 146.
– 57.
– 46.
– 534 runs at an average of 89, he's a superstar of this format! pic.twitter.com/LC6JzXwP4j
পূজারার সাথে ৬৪-রান জুড়ে আউট হয়ে যান পন্ত। এক্ষেত্রের পন্তের নিজের রান ছিলো ৪৬। বিরাট কোহলির উইকেট পড়ে যাওয়ার পর ভারতের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৪৮ রানে ৩ উইকেট, এমন একটা পরিস্থিতিতে ব্যাট করতে আসেন পন্ত, এবার শুরু থেকেই চালিয়ে খেলা জারি রাখেন। (BAN vs IND 2022)
একটা সময় অবধি মনে হচ্ছিলো বড়সড় ইনিংস খেলবেন পন্ত। কিন্তু আশা জাগিয়েও এদিন আউট হয়ে গেছেন তিনি। এব্যাপারে মনিন্দর সিংয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন –
“খুব শীঘ্রই বড়ো সড়ো কোনও ইনিংস খেলবে পন্ত, আচমকা মনোসংযোগ বিঘ্ন হওয়ায় আউট হয়েছে ও। আউট হওয়ার আগের বলে ছক্কা মেরেছিলো ও। আমি একটা বিষয় খুবই লক্ষ্য করেছি, উইকেট কিপাররা খুব দ্রুত অনুধাবন করে নেয় বোলাররা কি করতে চলেছে।
হয়তো পন্ত ভেবেছিলো আগের ফুল টস ছিলো, তাই দ্বিতীয়টা শট পিচ করতে পারে বোলার। মিরাজ শর্ট বল’ই করেছিল, কিন্তু কাঁধের ঝাকুনিতে হাল্কা পুশ করে দিয়েছিল বলটা।”
মেহেদী হাসান মিরাজের ফুলটস মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে তার পরের বলে আউট হয়ে গেছিলো পন্ত।
আরও পড়ুনঃ Ranji Trophy 2022 : বাপ কা বেটা, রঞ্জির অভিষেকে সেঞ্চুরি করলেন অর্জুন তেন্ডুলকর