IND vs NZ 2023 : নিউজিল্যান্ডের বিপক্ষে টি ২০ সিরিজ থেকে চোট পেয়ে ছিটকে গেলেন এই ক্রিকেটার‌

0
14
Rutraj Gaikwad has been ruled out of the IND vs NZ 2023 T20 series with an injury
Rutraj Gaikwad has been ruled out of the IND vs NZ 2023 T20 series with an injury

IND vs NZ 2023 – নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচে খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। কব্জির সমস্যা জেরে এই সিরিজ থেকে ছিটকে গেলেন উদীয়মান ভারতীয় ওপেনার রুতরাজ গায়কোয়াড়। জানা গিয়েছে এই কব্জির সমস‍্যা চলতি রঞ্জি ট্রফিতে খেলার সময় পেয়েছিলেন রুতু। এরপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গেছিলেন সেটি ঠিক করতে।

কব্জির যন্ত্রণার জেরে এই সিরিজে খেলা হবেনা তার। এই অল্প সময়ের কেরিয়ারের মধ্যে একাধিক সিরিজ মিস করেছেন রুতরাজ। তিনি ফের আরেকটা সিরিজ মিস করায় কার্যত হতাশ নির্বাচকরা। গতবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ মিস করেছিলেন রুতরাজ, আয়ারল‍্যান্ড সফরের টি টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার।

এখনো জাতীয় দলের একজন অনিয়মিত সদস্য রুতু্রাজ গায়কোয়াড়। সিনিয়ার ক্রিকেটারেরা না খেললে তাদের জায়গায় খেলতে দেখা যায় তাকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তার ওপেন করার বিষয়টি পাকা ছিলো, তবে তিনি চোট পেয়ে যাওয়ায়, এবার পৃথ্বী শাহের ওপেন করার সম্ভাবনা বাড়লো। ২০২১ সালে জুলাই মাসে ভারতের হয়ে ওপেন করার পর থেকে এখনও অবধি দেশের হয়ে ৯ টা টি টোয়েন্টি এবং ১ টা ওয়ানডে ম‍্যাচ খেলেছে রুতরাজ।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : ভারতীয় দলের অনুশীলনে হঠাৎ হাজির ক্যাপ্টেন কুল, দেখুন সেই ভিডিও

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এই সিরিজ খেলবে ভারত। সিরিজে ভারতের সহ অধিনায়ক সূর্য কুমার যাদব। দলের রেগুলার অধিনায়ক রোহিত শর্মাকে আগামী মাসের বর্ডার – গাভাস্কার ট্রফির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি এবং কে এল রাহুলকে। (IND vs NZ 2023)

আসন্ন এই তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজ বেশ কিছু যুব ভারতীয় ক্রিকেট তারকাকে জাতীয় টি ২০ দলে জায়গা পাক করে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এক্ষেত্রে সবার নজর থাকবে ভারতের ব‍্যাটিং তারকা পৃথ্বী শাহ’র উপর।(IND vs NZ 2023)

Team India Squad for IND vs NZ 2023 T20 Series :

Hardik Pandya (c), Suryakumar Yadav (vc), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Deepak Hooda, Rahul Tripathi, Jitesh Sharma (wk), Washington Sundar, Kuldeep Yadav, Yuzvendra Chahal, Arshdeep Singh, Umran Malik, Shivam Mavi, Prithvi Shaw, and Mukesh Kumar.

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম‍্যাচে শুভমান গিলের খেলা নিয়ে বিশেষ মন্তব্য করলেন হার্দিক পান্ডিয়া