Russell Domingo : ভারতের কাছে টেস্ট সিরিজ হারের জের, বাংলাদেশের কোচের পদ থেকে ইস্তফা দিলেন রাসেল ডোমিঙ্গো

0
20
Russell Domingo : Russell Domingo resigns as Bangladesh head coach
Russell Domingo : Russell Domingo resigns as Bangladesh head coach

Russell Domingo – ভারতের কাছে টেস্ট সিরিজে ২-০ ব‍্যবধানে হারের পর বাংলাদেশের কোচের পদ থেকে ইস্তফা দিলেন রাসেল ডোমিঙ্গো। ২০১৯ সালে সাউথ আফ্রিকান এই কোচের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

২০১১ থেকে ২০১৭ সাল অবধি সাউথ আফ্রিকার দায়িত্ব সামলেছিলো রাসেল। প্রথমে সহকারী কোচ ছিলেন, পরবর্তী সময়ে গ‍্যারি কার্স্টেন সরলে তিনি মুখ‍্য কোচের দায়িত্ব নেন। এর আগে শ্রীধরন শ্রীরাম বাংলাদেশের সাদা বলের ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন। (Russell Domingo)

প্রসঙ্গত, শেষ টেস্টের শেষ দিন খেলতে নামার সময় ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিলো ১০০ রানের। কিন্তু শুরুতেই ফের ব‍্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। মেহেদী হাসান মিরাজ ইনিংসে তার পাঁচ উইকেট সম্পূর্ণ করে ফেলে, ৪৫/৪ থেকে ৭৪/৭ পৌঁছে গিয়ে মারাত্মক সমস্যায় পড়ে যায় ভারত, বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনাকে সুদৃঢ় করে তোলে। কিন্তু পরবর্তী সময়ে অশ্বিন এবং শ্রেয়স আইয়ার ভারতের ক্রিকেট দলের ২০২২ এর শেষটা খারাপ ভাবে ইতি টানতে দেননি। (Russell Domingo)

১ রান করেই আউট হয়ে যেতে পারতেন অশ্বিন,মেহেদী হাসান মিরাজের বলে। কিন্তু মোমিনুল হক তার সেই সহজ ক্যাচ মিস করে বসেন। (Russell Domingo)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া

এরপর বাংলাদেশের সৃষ্টি করা চাপের উপর পাল্টা চাপ দেওয়া শুরু করেন অশ্বিন-আইয়ার জুঁটি। ইনিংসের শুরু থেকে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয়স আইয়ার নিজের খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করেন। ইনিংসের ৪১ তম ওভারে তাকে মারমূখী মেজাজে পাওয়া যায় সাকিব আল হাসানের বিরুদ্ধে। পরবর্তী সময় মেহেদী, খালেদ কে রেয়াত দেননি তিনি। অবশ্য এই মারমুখী ক্রিকেট খেলার পথে তার বেশ কিছুবার আউট হওয়ার সম্ভাবনা তৈরী হয়েছিল। এরপর জয় পেতে আর খুব বিশেষ একটা অপেক্ষা করতে হয়নি ভারতীয় ক্রিকেট দলকে।

শনিবার মেহেদী হাসান মিরাজ দ্রুত তিন উইকেট তুলে নিয়ে মারাত্মক চাপে ফেলে দিয়েছিলো ভারতকে, ১২ রানের ব‍্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ভারতীয় ক্রিকেট দলের গোটা খেলার নক্সাটা বদলে দেন তিনি। ১৪৫ রান তাড়া করতে নেমে খুব দ্রুত আউট হয়ে যান ভারত অধিনায়ক কে এল রাহুল। মাত্র ২ রান করে সাকিব আল হাসানের হাতে তালুবন্দি হন রাহুল, শুরুতেই উইকেট পেয়ে ম‍্যাচে জাঁকিয়ে বসে বাংলাদেশ।

খুব বেশি সময় ব‍্যাট করতে পারেননি চেতেশ্বর পূজারা (৬)। মেহেদীর লেংথ ব‍্যাকের ডেলিভারি সামাল দিতে গিয়ে বল ইনসাইড এজ হয়ে তালুবন্দি হয় উইকেট কিপারের হাতে ধরা পড়ে। এরপর মেহেদীর বল বুঝতে ভুল করে আউট হয়ে যান শুভমান গিল (৭), বলা চলে উইকেট টা উপহার দিয়েছেন তিনি। দলের প্রয়োজনের দিন বিশেষ নির্ভরতা দিতে ব্যর্থ বিরাট কোহলি (১)। টানা ৪ উইকেট হারিয়ে গতদিন রীতিমতো চাপে পড়ে গেছিলো ভারতীয় ক্রিকেট দল। ভারত এরপর টেস্ট সিরিজ খেলবে আগামী বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেই টেস্ট সিরিজ চার ম‍্যাচের।

আরও পড়ুনঃ Manchester United : জয় দিয়ে রোনাল্ডো পরবর্তী যুগ শুরু হলো ম‍্যানচেস্টার ইউনাইটেডে