Ronaldo – ফ্রান্স এবং প্যারিস সাঁজার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের খেলার সাথে নিজের খেলার মিল খুঁজে পান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো।
এমাসের শুরুতে বিশ্বকাপের মঞ্চে দাপুটে পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এমবাপে। সাত ম্যাচে আট গোল এবং দুটো অ্যাসিস্ট করে সোনার বুট নিজের দখলে করেছিলেন তিনি। (Ronaldo)
এস মোনাকোর ইউথ প্রোডাক্ট এমবাপে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে ফাইনালে গোল করার নজির গড়েছিলেন। কিন্তু টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জেতা হয়নি তার। ফাইনালে আর্জেন্টিনার কাছে পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে হেরে যায় ফ্রান্স। (Ronaldo)
এমবাপের কাতার বিশ্বকাপের পারফরম্যান্সের ব্যাপারে আলোচনা করতে গিয়ে রোনাল্ডো বলেছেন –
“এবছর একাধিক গতিশীল ফুটবলার দেখা গেছে ফুটবল বিশ্বকাপের আসরে। কিন্তু এমবাপে তাদের সবাইকে ছাপিয়ে গেছে। আমি যখন ওকে খেলতে দেখি, তখন আমার নিজের কথা মনে পড়ে খুব।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অস্ট্রেলিয়াকে ঘোল খাওয়াবেন অশ্বিন, আশা দীনেশ কার্তিকের
Nous reviendrons. 🇫🇷🙏🏽 pic.twitter.com/Ni2WhO6Tgd
— Kylian Mbappé (@KMbappe) December 19, 2022
ডান পায়ের স্ট্রাইকারের খেলার প্রশংসা করে রোনাল্ডো বলেছেন –
“চকিত গতিতে জারিজুরি দেখানোতে এমবাপের মুন্সীয়ানা অসাধারণ। বল এবং বল ছাড়া, দুইক্ষেত্রে অত্যাশ্চর্য ফুটবল খেলতে পারে। অসম্ভব দাপুটে ফুটবলার ও। আমার খুব ভালো লাগে ওর খেলা দেখতে।”