Border-Gavaskar Trophy, 1st Test : রোহিতের সেঞ্চুরি, জাদেজা, আক্সারের হাফ সেঞ্চুরি, টেস্টের দ্বিতীয় দিনেও চালকের আসনে ভারত 

0
12
Rohit's century, Jadeja and Axar's half-century, India in driver's seat on 2nd day of Border-Gavaskar Trophy, 1st Test
Rohit's century, Jadeja and Axar's half-century, India in driver's seat on 2nd day of Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – শুক্রবার নাগপুরে টেস্টের দ্বিতীয় দিন ১২০ রানের দুরন্ত ইনিংস খেললেন রোহিত শর্মা। দারুণ হাফ সেঞ্চুরির ইনিংস খেলে অপরাজিত রবীন্দ্র জাদেজা (৬৬*) এবং আক্সার প‍্যাটেল (৫২*)। অষ্টম উইকেটে ৮১ রান জুড়েছে আপাতত জাদেজা – আক্সার। প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩২১ রান ৭ উইকেটে, এর ফলে প্রথম ইনিংসে ১৪৪ রানের লিড পেলো ভারত।

এদিন ৭৭ রানে ১ উইকেটে খেলা শুরু করে ভারত। প্রথম সেশনে আউট হয়ে যান রবিচন্দ্রন অশ্বিন (২৩) এবং চেতেশ্বর পূজারা (৭)। রোহিত এবং অশ্বিন শুরুতেই বেশ দারুণ খেলছিলো।

দুজনে জুঁটিতে ৪২ রান জোড়ে। তারপর টড মার্ফি তুলে নেন অশ্বিনের উইকেট। একই বোলারের বিপক্ষে নিজের উইকেট খোয়ান চেতেশ্বর পূজারা, শট ফাইন লেগে প‍্যাডেল স‍্যুইপ চালাতে গিয়ে। (Border-Gavaskar Trophy, 1st Test)

রোহিত শর্মা তার নিয়ন্ত্রিত ইনিংস খেলা জারি রাখেন, অবশ্য ৮৩ রানের মাথায় একবার জীবনদান পেয়েছিলেন। লাঞ্চ ব্রেকে যায় ১৫১ রান তুলে ৩ উইকেটে।

সেকেন্ড সেশনের প্রথম বলে টড মার্ফি তুলে নেন বিরাট কোহলির উইকেট। ভারতের ইনিংসের ৫২ তভ ওভারের প্রথম বলের ঘটনা। ইতিমধ্যে তিন উইকেট তোলা মার্ফি অবশ্য সেই বলটা খুব একটা ভালো ভাবে করেননি, কিন্তু তাও কোনও ক্রমে কোহলির উইকেট পকেটে পুরেছেন। কোহলির ব‍্যাটে এজ হয়ে বল উইকেট কিপার আলেক্স ক‍্যারের হাতে তালুবন্দি হয়।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন অসি স্পিনার টড মার্ফি

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে বিশেষ কিছু করতে ব‍্যর্থ সূর্য কুমার যাদব। নাথান লিয়ঁ’এর বলে আউট হয়ে ফেরেন মাত্র ৮ রান করে। রোহিত সেঞ্চুরি করে ফেলেন। রবীন্দ্র জাদেজা শুরু থেকেই বেশ দারুণ খেলছিলেন চা পান বিরতিতে যায় ভারত ২২৬ রান তুলে ৫ উইকেটে।

তৃতীয় সেশনে ভারতের উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্টে ৫ উইকেট তুলে নেয় টড মার্ফি। এর আগে ম‍্যাচের সেঞ্চুরিয়ান ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেসার প‍্যাট কামিন্স। এরপর শেষ সেশনে অস্ট্রেলিয়ার বোলারদের দা‍রুণ ভাবে সামাল দেন জাদেজা এবং আক্সার, দুজনেই হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : এবার পিচ বিতর্কে নিজের নাম লিখিয়ে ফেললেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং, বললেন…