IND vs AUS 2023 – ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচে ভীষণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন রোহিত শর্মা। এমনটাই মনে করেন সাবা করিম। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ফর্মটাই রোহিত শর্মা বাড়তি আত্মবিশ্বাস দেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে, এমনটাই মনে করেন ভারতের প্রাক্তন নির্বাচক করিম।
২০২১ সালে ইংল্যান্ড সফরের চার টেস্ট ম্যাচে রোহিত শর্মা একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৩৬৮ রান করেছিলেন। (IND vs AUS 2023)
India News কে করিম বলেছেন – (IND vs AUS 2023)
“শেষ বার যখন ভারত সফরে এসেছিলো অস্ট্রেলিয়া রোহিত শর্মা তখন শুধু সাদা বলের ক্রিকেট খেলতো। এরপর তার জীবনে প্রচুর বদল এসেছে। এখন ও টেস্ট দলেও নিজের জায়গা পাকা করে ফেলেছে। ও এখন দলের নেতাও বটে। ইংল্যান্ড সফরে কঠিন পিচে রান করেছে। একটা সেঞ্চুরিও করেছে।
ইংল্যান্ডের মাটিতে রান করেছে মানে ওর আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি ওই রোহিত শর্মাকেই এই সিরিজে দেখার ব্যাপারে আশাবাদী এখানে। হ্যাঁ এখানে পরিস্থিতি ভিন্ন, তবে ওর অভিজ্ঞতাই যথেষ্ট এক্ষেত্রে।”
এখনও অবধি মোট মিলিয়ে সাতটা টেস্ট ম্যাচ খেলেছে রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে। করেছেন ৪০৮ রান, তিনটি হাফ সেঞ্চুরি সহ। (IND vs AUS 2023)
আসন্ন টেস্ট সিরিজে রোহিত শর্মা আসন্ন সিরিজে একটা ভালো টেমপ্লেট তৈরি করে দিতে পারে দলের মিডল অর্ডারদের নিজেদের মেলে ধরার জন্যে। এবিষয়ে সাবা করিম বলেছেন –
“উইকেট ভালো হলে রোহিত শর্মার জ্বলে ওঠা উচিত, টপ অর্ডারের ব্যাটাররা প্রচুর রান করলে আখেরে দলের লাভ হয়।”
Rohit Sharma is our Test – Best Indian Player of the Year 2021 🔥
— Sportskeeda (@Sportskeeda) January 1, 2022
🏏 906 runs at 47.7 in 2021
⚡ Strike Rate: 48.2
💯 Hundreds: 2
😎 Highest: 161 vs 🏴
🤩👏🏆#SKAwards #SportskeedaAwards #rohitsharma #India pic.twitter.com/E8soXGV0JD
101(114) To 209(158) 🥵
— OLDMONK. (@Itsmonk_45) September 10, 2022
Acceleration Level Rohit Sharma .pic.twitter.com/jeRECvRmnS
ওপেনার হিসেবে ৩০ টা টেস্টে রোহিত শর্মা ১৫৫২ রান করেছেন ৫৫.৪৩ গড়ে। আছে ৫ টা সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে জোরকদমে অসি বধের প্রস্তুতি সারছে ভারত, দেখুন ভিডিও
৩৫ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার তার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে রেকর্ড থেকে প্রেরণা নেবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামার সময়। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মার একটি ডবল সেঞ্চুরি এবং সাতটি সেঞ্চুরি আছে।
৯ ই ফেব্রুয়ারি নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
India’s Test squad for the first two Tests of IND vs AUS 2023 :
Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.