Rishabh Pant : “আপনাদের লজ্জা পাওয়া উচিত” : ঋষভের অ্যাক্সিডেন্টের ছবি ভাইরাল হতে চটলেন রোহিত শর্মার স্ত্রী 

0
46
Rohit Sharma wife get angry when Rishabh Pant accident photo and videos went viral
Rohit Sharma wife get angry when Rishabh Pant accident photo and videos went viral

Rishabh Pant – ইতিমধ্যে বেশ কিছু ঋষভ পন্তের দূর্ঘটনা স্থল থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।‌ বিষয়টার তীব্র সমালোচনা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রীতিকা সাজদেও। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন মানুষ জনের বোধজ্ঞান নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রীতিকা লেখেন –

“একজন প্রবলভাবে দূর্ঘটনায় জখম হয়েছে, আর আপনারা তার ই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছেন। এই সমস্ত ছবি তাদের পরিবার অথবা বন্ধু বান্ধব দেখলে, তাদের উপর কিরকম প্রভাব পড়বে বুঝতে পারছেন?”

WhatsApp Image 2022 12 30 at 17.24.26
Rohit Sharma wife get angry when Rishabh Pant accident photo and videos went viral

শুক্রবার ভোরে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন তারকা ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant)। একদম সময়ের মধ্যে নিজের জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে।

পরিবার’কে নতুন বছরের চমক দিতে আচমকা বাড়ি যাচ্ছিলেন পন্ত। ঠিক এমন সময় এই ঘটনা ঘটে তার সাথে। নতুন বছরের শুরুতেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগদান করার কথা ছিলো তার হাঁটুর চোট সারাতে।

আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সাদা বলের ক্রিকেট দলে খেলার সুযোগ পাননি পন্ত (Rishabh Pant)।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগে দূর্ঘটনা স্থলে উপস্থিত কিছু স্থানীয় মানুষরা দারুণ সাহায্য করেছিলেন পন্তকে। ছিলেন বাস চালক সুশীল মান। তিনি প্রথম ব‍্যক্তি যিনি দূর্ঘটনা স্থল থেকে উদ্ধার করেন ঋষভ পন্তকে। পরবর্তী সময়ে সাক্ষাৎকারে তিনি বলেছেন –

“আমি আমার বাস রাস্তার পাসে রেখে দ্রুত ডিভাইডারের কাছে যাই। আমার মনে হচ্ছিলো গাড়িটা ড্রপ খেতে খেতে বাসের তলায় পড়বে। কিন্তু এমনটা হয়নি। ড্রাইভার যিনি ছিলেন তিনি জানলার কাঁচের থেকে অর্ধেক বেড়িয়ে এসেছিলেন। আমায় নিজের পরিচয় দিয়েছিলেন ক্রিকেটার হিসেবে।”

আরও পড়ুনঃ Ramiz Raja : যে কারনে চাকরি খোয়ালেন আবারও সেই কাজই করে বসলেন রামিজ রাজা, ফের ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পিসিবি চেয়ারম্যানের

পন্ত তার মাকে ফোন লাগাতে বলছিলেন, কিন্তু তার মায়ের মোবাইল স‍্যুইচড অফ থাকায় সেটা করা সম্ভব হচ্ছিলো না। এরপর সেই বাস চালক আরও বলেন –

“আমি যেহেতু ক্রিকেট দেখিনা, তাই ইনি ঋষভ পন্ত, চিনতে পারিনি। কিন্তু আমার সাথে যারা বাসে ছিলো তারা তাকে চিনে নেয়। এরপর আমি গাড়িতে ঢুকে দেখি আর কেউ আছে কিনা। আমি একটা ব্লু ব্যাগ পাই এবং ৭০০০-৮০০০ হাজার টাকা নগদ পেয়েছিলাম, সেটা ওনাকে অ্যাম্বুলেন্সে ওঠার সময় দিয়ে দি।”

এরমধ্যে এমন কিছু রিপোর্ট এসেছিলো প্রকাশ‍্যে যে স্থানীয় কিছু তরুণ ঋষভের টাকার ব‍্যাগ নিয়ে পালিয়েছে, তাকে সাহায্য করা তো দুরের কথা। এমনকি পন্ত নাকি নিজেই অ্যাম্বুলেন্সে ফোন করে। কিন্তু সেই সব খবর ভুয়া‌।

আরও পড়ুনঃ Rishabh Pant : দূর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ঋষভ পন্তকে, দেখুন ভাইরাল ভিডিও