Border-Gavaskar Trophy, 1st Test : অশ্বিনের স্পিন জাঁদুতে মজলেন রোহিত শর্মা 

0
10
Rohit Sharma praised Ravichandran Ashwin's spin magic after win the Border-Gavaskar Trophy, 1st Test
Rohit Sharma praised Ravichandran Ashwin's spin magic after win the Border-Gavaskar Trophy, 1st Test

Border-Gavaskar Trophy, 1st Test – নাগপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন টড মার্ফি। অভিষেক টেস্ট ম‍্যাচে সাত উইকেট তুলে নিয়ে নজর কেড়েছেন তিনি। দলের অভিজ্ঞ স্পিনার নাথান লিয়ঁ একটি মাত্র উইকেট নিয়েছিলেন‌। ম‍্যাচে অশ্বিন এমন কার্যকর বোলিং করলো কিভাবে? বাকিদের তুলনায়‌। সেই বিষয় প্রশ্ন করা হয়েছিলো রোহিতের কাছে, তিনি অশ্বিনের অভিজ্ঞতা এবং স্কিলের প্রসংশা করে ভারত অধিনায়ক বলেছেন –

“ভারতের হয়ে প্রচুর ক্রিকেট খেলেছে অশ্বিন। একশো টেস্ট ম্যাচ খেলার দোরগোড়ায় দাড়িয়ে আছে। আমি নিশ্চিত আরও টেস্ট ম্যাচ খেলবে। ওর স্কিলটাই আলাদা, ক‍্যারম বল, স্লাইডার, টপ স্পিন, সবটুকু পারে। ওর এই সব টুকু আছে বলে একদম কাজের কাজটা করতে পারে। তাই প্রতি ম‍্যাচে ভালো থেকে ভালো তর পারফরম্যান্স দেয়।”

দেশের হয়ে ৮৯ টা টেস্ট ম্যাচ খেলেছেন অশ্বিন এখনও অবধি। নিয়েছেন ৪৫৭ উইকেট ২৪.০৫ গড়ে। ৩১ বার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দিলোনা অসি ব‍্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে গেলো অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব‍্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : কোহলি অধিনায়ক থাকা কালীণ এই কৌশল রপ্ত করেছিলেন রোহিত শর্মা

হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম‍্যাচ তিন দিন ও টিকলো না। গোটা ম‍্যাচে একটুও রা কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব‍্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।

আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম‍্যাচ জিতে ২-০ ব‍্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy : ধর্মশালা থেকে সরতে পারে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ, জানুন বিস্তারিত