Rohit Sharma : অধিনায়ক হিসেবে ধোনির সমতূল্য রোহিত, বিরাট মন্তব্য বিশ্বকাপ জয়ী তারকার

0
25
Rohit Sharma :
Rohit Sharma : "MS Dhoni and Rohit Sharma are the greatest captains in the history of IPL" - Harbhajan Singh

Rohit Sharma : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক রোহিত শর্মার সাফল্যের বিষয় বলতে গিয়ে হিটম‍্যানকে ধোনির সমতুর বলে অভিহিত করলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় স্পিনার হরভজন সি‌ং।

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার আইপিএল পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন ভাজ্জি। তার মতে অধিনায়ক হিসেবে পাঁচ বার আইপিএল ট্রফি জিতে রোহিত বুঝিয়ে দিয়েছেন তিনি কোন মাপের অধিনায়ক, ভাজ্জির বক্তব্য, (Rohit Sharma)

“আইপিএলের ইতিহাসে অন‍্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মার থেকে বড়ো অধিনায়ক আইপিএলে নেই আর কেউই। রোহিত পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে, সেটা একটা বিরাট বড়ো অ্যাচিভমেন্ট। হ‍্যাঁ সব সময় একটা ভালো দলকে নেতৃত্ব দিয়ে এসেছে, কিন্তু যেভাবে ও নেতৃত্ব দেয় সেটা এক কথায় অবিশ্বাস্য।”

প্রসঙ্গত, ঘরের মাঠে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির চার ম‍্যাচের টেস্ট সিরিজ খেলছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে নাগপুরের প্রথম টেস্টে ভারত দাপুটে জয়লাভ করেছে। শুক্রবার ১৭ ই ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে এই দুই দেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ।

গত শুক্রবার কেরিয়ারের নবম সেঞ্চুরি করার মধ্যে দিয়ে নাগপুর টেস্টে ভারতকে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৩ রানের লম্বা লিড পেতে সাহায্য করেছিলো ভারতকে। ওপেনার হিসেবে এটা ছিলো রোহিতের ছয় নম্বর সেঞ্চুরি টেস্টের ওপেনার হিসেবে।

রোহিতের এমন অসাধারণ ইনিংস দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার কিংবদন্তি ব‍্যাটার ইয়ান চ‍্যাপেল। চ‍্যাপেলের মতে ক্রমশ নিজেকে ভালো টেস্ট ব‍্যাটারে পরিণত করেছেন রোহিত। তবে তিনি বিরাট কোহলির নাম নিয়ে দাবী করেছেন, কোহলির মতো একজন তারকা ব‍্যাটারের আগে খেলতে নামাটাই রোহিতকে ভালো টেস্ট ব‍্যাটার করে তুলেছে।

আরও পড়ুনঃ Mohammed Shami : অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন শামি, কিন্তু শাস্ত্রীর পরামর্শে বদলে যায় তার জীবন

ESPN Cricinfo কে চ‍্যাপেল বলেছেন,

“বিরাট কোহলির আগে খেলতে নামাটাই মস্ত ফারাক গড়ে দিয়েছে রোহিত শর্মার ক্ষেত্রে। আমার মতে ও যদি কোহলির পরে ব‍্যাট করতে নামতো তাহলে কোথাও একটা সমস্যার মুখে পড়তে পারতো। তবে অধিনায়কত্ব নেওয়ার ভাড়ি দায়িত্বটা টের পেয়েছিলো রোহিত, আর তার ফলে আরো ভালো টেস্ট ব্যাটার হয়ে উঠেছিলো ও।”

তিনি আরো বলেন,

“নাগপুরে অসাধারণ ইনিংস খেলেছে রোহিত শর্মা। সতীর্থদের দেখিয়ে দিয়েছে এই পিচে কিভাবে ব‍্যাট করতে হয়। সতীর্থদের বোঝানোর চেষ্টা করেছে তিনি কেমন খেলাটা আশা করেন তাদের থেকে। একটা সত্যি কারের টেস্ট ইনিংস খেললো রোহিত এদিন।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : কোহলি, জাদেজাদের “পাঠান” ডান্স স্টেপ দেখে মন্তব্য করলেন শাহরুখ খান