Rohit Sharma : রোহিত শর্মার কেরিয়ারের শুরুর দিকে অজানা কাহিনী শোনালেন হরভজন সিং

0
13
Rohit Sharma :
Rohit Sharma : "Kaisa hai shaane?" - Harbhajan Singh recalls his first meeting with Rohit Sharma

Rohit Sharma – ২০০৭ সালে প্রথম বার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় রোহিত শর্মার সাথে প্রথম বার সাক্ষাৎ হয়েছিলো প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের। ইদানিং ভারতের প্রাক্তন ভারত অধিনায়কের সাথে প্রথম সাক্ষাৎ এর অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে নিয়েছেন ভাজ্জি।

নিজের YouTube চ‍্যানেলের ভিডিও হরভজন সিং বলেছেন, টিম বাসে ঠিক তার  পিছনে বসতেন রোহিত। ৪২  বয়স বয়সী এই তারকা স্পিনার বলেছেন, তিনি লক্ষ‍্য করতেন বাসের পিছনে বসে রোহিত কথাবার্তা বলাকালীন মুম্বাইকার হয়ে উঠতেন পুরোপুরি ! (Rohit Sharma)

সিংয়ের বক্তব্য,

“আমি রোহিত শর্মাকে বহু সময় হলো চিনি। ও প্রথম দলে যোগ দিলো ২০০৭ সালে সাউথ আফ্রিকায় যখন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হলো। টিম বাসে ঠিক আমার পিছনের সিটে বসতো। আমার মনে আছে একদম টিপিক্যাল মুম্বাইকার ধাঁচে কথা বলতো রোহিত। “কাইসা হেই রে তু” ? ” কাইসা হে সানে” ?”, এমন ভাবে। খুব ভালো ছেলে।” 

আরও পড়ুনঃ Suryakumar Yadav : সূর্য’কে টেস্ট খেলার পাঠ দিলেন প্রাক্তন পাক অধিনায়ক

হরভজন আরও বলেছেন, রোহিত শর্মার ব‍্যাটিং দেখে তিনি বুঝে গেছিলেন ভবিষ্যতে খুবই বিরাট মাপের একজন ক্রিকেটার হয়ে উঠবেন। হরভজনের মতে একজন ভালো ক্রিকেটার হওয়ার পাশাপাশি রোহিত Rohit Sharma) একজন ভালো মানুষ’ও। ভাজ্জির বক্তব্য,

“রোহিত কে দেখেই মনে হয়েছিলো ও লম্বা রেসের ঘোড়া। বিশ্ব ক্রিকেটের শীর্ষস্থান দখল করতে পারে ভবিষ্যতে। রোহিত নিঃসন্দেহে ভালো ব‍্যাটার কিন্তু তার থেকে দশ গুন ভালো একজন মনের মানুষ।”

২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে অসামান্য ব‍্যাটিং করে নজর কেড়েছিলেন রোহিত শর্মা। সাউথ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ রানের জয়লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রোহিত, খেলেছিলেন একটা অপরাজিত ৩০* রানের ইনিংস।

আরও পড়ুনঃ PSL 2023 : টুর্নামেন্টের শুরুতেই বিপত্তি ! ফ্লাডলাইটে আগুন লেগে দেরিতে শুরু হল পিএসএল ২০২৩’এর উদ্বোধনী ম্যাচ, দেখুন ভিডিও