IND vs AUS 2023 : প্রথম টেস্টে শুভমান গিল খেলবেন, নাকি সূর্য কুমার যাদব ? জানিয়ে দিলেন রোহিত শর্মা

0
159
Rohit Sharma informed Shubman Gill or Suryakumar Yadav who will play in the first test of IND vs AUS 2023 Series
Rohit Sharma informed Shubman Gill or Suryakumar Yadav who will play in the first test of IND vs AUS 2023 Series

IND vs AUS 2023 – চোটের জন্যে নাগপুর টেস্ট থেকে ছিটকে যাওয়া শ্রেয়স আইয়ারের বদলে কার জায়গা হবে ভারতের প্রথম একাদশে, ইতিমধ্যে সেই প্রশ্ন ঘুরছে সকল ভারতীয় ক্রিকেট ভক্তদের মাথায়। এবিষয় ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন টিম ম্যানেজমেন্ট এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেইনি।

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম‍্যাচে ভারতের প্রথম একাদশে শুভমান গিল এবং সূর্য কুমার যাদবের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। যদি ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমান গিলকে দিয়ে ওপেন করার, তাহলে মিডল অর্ডারে দায়িত্ব সামলাতে পারেন সহ অধিনায়ক কে এল রাহুল। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Kapil Dev : ঋষভ পন্তকে চড় মারার অপেক্ষায় আছেন কপিল দেব !

নাগপুর টেস্টের শুরুর আগে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা শুভমান গিল এবং সূর্য কুমার যাদবের প্রথম টেস্ট ম্যাচ খেলার প্রসঙ্গে বলাকালীন বলেছেন – (IND vs AUS 2023)

“দুই ক্রিকেটার’ই এখন অসাধারণ ছন্দে আছেন, দুইজন দলকে অন‍্যমাত্রা এনে দিয়েছে। গিল অবিশ্বাস্য ফর্মে আছেন, সব ফর্ম‍্যাটে প্রচুর পরিমাণে রান করছে। টি টোয়েন্টিতে দারুণ ব‍্যাটিং করছে সূর্য কুমার যাদব, আশা করবো টেস্টেও এমনটা খেলে দেখাবে। তবে এদের দুজনের মধ্যে কে খেলবে, সেই বিষয় এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

গিল গত কয়েক মাস সাদা বলের ক্রিকেটে অসামান্য ফর্মে আছে। গতবছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। অন‍্যদিকে গত কয়েক মরশুম টি টোয়েন্টি ক্রিকেটে স্বপ্নের ছন্দে আছে সূর্য কুমার যাদব। এই প্রথম বার টেস্টে খেলার সুযোগ পেলেন তিনি।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শুভমান নয় রাহুল ওপেন করবে নাগপুর টেস্টে, দাবী সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের