Rohit Sharma : বছর শেষের আগেই অনুশীলনে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

0
14
Rohit Sharma : India captain Rohit Sharma returned to practice before the end of the year
Rohit Sharma : India captain Rohit Sharma returned to practice before the end of the year

Rohit Sharma – আগামী ৩ রা জানুয়ারি থেকে শুরু হবে ভারত – শ্রীলঙ্কা সিরিজ, তার আগেই অনুশীলনে নামলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম‍্যাচে খেলাকালীণ আঙুলে চোট পান রোহিত শর্মা। এরপর সিরিজের শেষ ওডিআই এবং দুটো টেস্টে খেলা হয়নি ভারত অধিনায়কের। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ২-১ ব‍্যবধানে হেরে গেছিলো ভারত, টেস্ট সিরিজ জেতে ২-০ ব‌্যবধানে। (Rohit Sharma)

সামনে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ, তাই দ্রুত বাংলাদেশ থেকে ডাক্তারের প‍রামর্শ নিতে রোহিত শর্মা মুম্বাই ফিরে আসে। ট্রেনিংয়ে ফেরার পর ইনস্টাগ্রামে বেশ কিছু শেয়ার করেছেন রোহিত। জগিং, ফিল্ডিং ড্রিল সবেতেই বেশ স্বাচ্ছন্দ্য দেখিয়েছে হিটম‍্যানকে। (Rohit Sharma)

ভারতের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম‍্যাচ খেলতে হবে রোহিত শর্মাকে আগামী বছরে। ২০২২ সালটা তেমন একটা ভালো যাইনি, তাই নতুন বছরে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছেন তিনি। সামনের বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত, রোহিতের কাছে এখন সুবর্ণ সুযোগ আছে ওয়ানডে বিশ্বকাপ জেতার। (Rohit Sharma)

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রবল। ৩ রা জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ, তিন ম‍্যাচের ওয়ানডে এবং তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলবে ভারত – শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ Ravichandran Ashwin : অশ্বিনকে ভারতের টেস্ট ক‍্যাপ্টেন করার দাবি জানালেন প্রাক্তন পাকিস্তানি স্পিনার

শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা হবেনা রোহিত শর্মার। বাংলাদেশ সফরে ব‍্যাটিং করা কালীণ আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। তার জেরে, অবশ্য এখন অনেকটাই চোট মুক্ত তিনি। ইতিমধ্যে নেট সেশন শুরু করেছেন। খুব শীঘ্রই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন তিনি।

“এখনও অবধি একশো শতা‌ংশ ফিট নন রোহিত শর্মা। তাই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইনা আমরা। জাদেজা এবং বুমরাহ’ও জাতীয় অ্যাকাডেমিতে ফিরেছেন। দ্রুত সেরে উঠছেন। তবে ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হচ্ছে। কারণ আগামী বছর ওডিআইর তুলনায় টি টোয়েন্টিতে অতোটা গুরুত্ব দেওয়া হচ্ছে না।” – এমনটাই জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের মারফত।

২০১২ সালের পর ২০২২ সালে কোনও সেঞ্চুরি করতে পারলেন না রোহিত শর্মা। এবছর ২৯ টা টি টোয়েন্টি ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ২৪.২৯ গড়ে ১৩৪.৪২ স্ট্রাইক রেটে ৬৫৬ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ৭২ রান। সব মিলিয়ে এবছর ৪০ ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ৯৯৫ রান করেছেন, ২৭.৬৩ গড়ে। করেছেন ছয়টা হাফ সেঞ্চুরি।

আরও পড়ুনঃ Mbappe : ক্লাবে এমবাপের দ্রুত প্রত‍্যাবর্তন দেখে ভীষণ খুশি পিএসজি কোচ