বাংলাদেশে (IND vs BAN 2022) খেলতে যাওয়ার আগে মেয়ে সামাইরার জন্মদিন পালন করলেন রোহিত শর্মা। পরবর্তী সময়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারত ক্যাপ্টেন। যেখানে মেয়ের এবং স্ত্রীর সাথে দেখা গেছে তাকে।
একমাস আগে মেয়ের জন্মদিন পালন করলেন রোহিত। ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সালে জন্ম গ্রহণ করে সামাইরা। কারণ ডিসেম্বর মাল্টি ফর্ম্যাট সিরিজ খেলতে বাংলাদেশে থাকবেন তিনি। (IND vs BAN 2022)
টেস্ট সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ান শিপের ফাইনাল খেলার আশা জিইয়ে থাকবে। অধিনায়ক রোহিত শর্মার সামনে এখন মস্ত চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে কথা বলাই বাহুল্য। (IND vs BAN 2022)
টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকে চতুর্দিকে সমালোচনা জারি ভারত ক্যাপ্টেনের ট্যাক্টিস নিয়ে। তার ফিটনেস স্ট্যান্ডার্ড নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই মনে করেন টেস্টে খেলার মতো আর ফিটনেস নেই রোহিতের, তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সরাসরি রোহিত’কে টেস্ট দল থেকে বাদ দেওয়ার দাবী তুলেছে অনেকেই। (IND vs BAN 2022)
ইতিমধ্যে রিপোর্ট অনুযায়ী বোর্ডের নতুন সিলেকশন কমিটি Split Captaincy তত্বে এগোতে চাইছে। তাই মনে কথা হচ্ছে টেস্টে রোহিতের বদলে কেউ যোগ্য নন, দলকে নেতৃত্ব দেওয়ার মতো। (IND vs BAN 2022)
২০২৩ সালে ভারতীয় ক্রিকেট দলের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ জেতার পাশাপাশি অক্টোবর মাসে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ আছে। তাই সকল ভারতীয় সমর্থক’রা চাইবেন স্বমেজাজে প্রত্যাবর্তন করুন হিটম্যান।
আগামী – ৪, ৭ এবং ১০ ই ডিসেম্বর ঢাকাতে তিনটি ওডিআই খেলবে ভারত-বাংলাদেশ। এরপর ১৪-১৮ ই ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামে, ২২-২৬ ডিসেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
India Test squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (capt), KL Rahul (vc), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Umesh Yadav.
India ODI squad for IND vs BAN 2022 Series :
Rohit Sharma (capt), KL Rahul (vc), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Ravindra Jadeja, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Deepak Chahar, Yash Dayal.