IND vs AUS 2023 : অসি বধের আগে ফটো সেশনে চনমনে মেজাজ রোহিত, কোহলিরা, দেখুন ভিডিও

0
20
Rohit and Kohli in high spirits in photo session ahead of IND vs AUS 2023 test series
Rohit and Kohli in high spirits in photo session ahead of IND vs AUS 2023 test series

IND vs AUS 2023 – বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগে ফটো সেশন সারলো টিম ইন্ডিয়া। প্রথম টেস্ট শুরুর আগে এই ফটো সেশনে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে পাওয়া গেছে খোশ মেজাজে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে,তার শীর্ষকে লেখা আছে –

“লাইট ক‍্যামেরা অ্যাকশন ! ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগে হেডশট সেশনের কিছু ঝলক।”

ছবির মতো তারকা খচিত অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে চার ম‍্যাচের টেস্ট সিরিজে পারফরম্যান্স দিক কোহলি, রোহিতরা, এমনটাই চাইছেন সকল ভারতের ফ‍্যানেরা।

(IND vs AUS 2023)

বৃহস্পতিবার নাগপুরে  বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি ভারত – অস্ট্রেলিয়া। এরপরের ম‍্যাচ গুলো যথাক্রমে দিল্লি, ধর্মশালা এবং আহমেদাবাদে খেলা হবে।

আরও পড়ুনঃ R Ashwin : পিসিবি’র ওডিআই বিশ্বকাপ বয়কটের হুমকিকে ফাঁকা আওয়াজ বলে উড়িয়ে দিলেন অশ্বিন, বললেন….

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পাঁচটি টেস্ট সিরিজ জেতার লক্ষ‍্যে নামবে ভারত। পাশাপাশি অসিদের বিরুদ্ধে বর্ডার – গাভাস্কার ট্রফি রিটেন করাটাই এখন লক্ষ‍্য ভারতের।

অন‍্যদিকে ২০০৪-০৫ সালের পর ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ (IND vs AUS 2023) জেতাটাই এখন প‍্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের লক্ষ‍্য। ঘরের মাঠে অসিরা টানা দুটো সিরিজ হেরেছিলো ভারতের কাছে। দুই বার ভারত টেস্ট সিরিজ জিতেছিলো ২-১ ব‍্যবধানে।

ভারত প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে শ্রেয়স আইয়ারকে ছাড়া। অস্ট্রেলিয়া খেলতে নামবে জস হ‍্যাজেলউড, মিচেল স্টার্ক এবং ক‍্যামেরুন গ্রীনকে ছাড়া।

আরও পড়ুনঃ Rishabh Pant : সেরে উঠছেন পন্ত, করলেন বিশেষ ইনস্টাগ্রাম পোস্ট !