Roberto Martinez : সদ‍্য বেলজিয়ামের দায়িত্ব ছাড়া কোচের হাতে দায়িত্ব তুলে দিলো রোনাল্ডোর দেশ 

0
714
Roberto Martinez is the new coach of Portugal
Roberto Martinez is the new coach of Portugal

Roberto Martinez-সোমবার পর্তুগালের নয়া কোচ হিসেবে নাম ঘোষণা করা হলো রবার্তো মার্টিনেজের। সদ‍্য সমাপ্ত কাতার বিশ্বকাপ থেকে বেলজিয়াম ছিটকে যাওয়ার পর সে দেশের ফুটবল দলের চাকরি ছেড়েছিলেন মার্টিনেজ। ফার্নান্দো স‍্যান্টোসের বদলে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো। মার্টিনেজের কাছে এখন সবচেয়ে বড়ো চ‍্যালেঞ্জ রোনাল্ডোকে সামাল দেওয়া। সদ‍্য সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও মার্টিনেজ জানিয়েছেন দলের আর বাকি ফুটবলারের মতো রোনাল্ডো’ও এক তার কাছে। জানিয়েছেন মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে দল গঠন করবেন তিনি।

ক্লাব কেরিয়ারে এভার্টন, সোয়ানসিয়া সিটি এবং উইগান অ্যাথেলেটিকের কোচের ভূমিকা পালন করা মার্টিনেজ ২০১৬ সালে বেলজিয়ামের কোচিংয়ের দায়িত্ব নেন, তার কোচিংয়ে ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিলো বেলজিয়াম। তার লিডারশিপে তিন বছরের বেশি সময় ফিফার শীর্ষ স্থান ধরে রেখেছিলো বেলজিয়াম।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : প্রথম ওডিআইতে কার সাথে ওপেন করবেন, জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা 

কাতার বিশ্বকাপে বেলজিয়ামের কোচ হিসেবে অভিজ্ঞতা খারাপ ছিলো মার্টিনেজের (Roberto Martinez)। কানাডার কাছে ১-০ গোল জিতলেও এরপর মরোক্কোর কাছে ২-০ হেরেছিলো বেলজিয়াম, তারপর ক্রোয়েশিয়ার সাথে গোল শূন্য ড্র করে বিশ্বকাপের থেকে বিদায় নেয় রেড ডেভিলসরা।

এর আগে দীর্ঘ আট বছর পর্তুগালের কোচের ভূমিকা ছিলো মার্টিনেজ। তার কোচিংয়ে পর্তুগাল প্রথম বারের মতো ইউরো কাপ (২০১৬) এবং নেশন্স লিগ (২০১৯) জেতে পর্তুগাল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পাঁচ দিন পর এই বর্ষীয়ান কোচ জাতীয় দলের দায়িত্ব ছাড়েন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : নিজের টি টোয়েন্টি ক্রিকেটে ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত জানালেন রোহিত শর্মা