
IND vs AUS 2023 – গতবছর ডিসেম্বর মাসে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত। যার জেরে একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছিলেন তিনি। শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। নিশ্চিত ভাবে তার দলে না থাকাটা খানিকটা চাপের মধ্যে ফেলে দিয়েছে ভারতকে।
আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দলের একমাত্র ভারতীয় সদস্য হলেন ঋষভ পন্ত। দলে এই বাঁ হাতি মারকুটে ব্যাটারের না থাকার সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন – (IND vs AUS 2023)
“ঋষভ পন্তকে আমরা সবাই মিস করবো এই সিরিজে। দলের মিডল অর্ডারে ওর অবদান কখনও ভোলার নয়। আমাদের ওর মতো একজন ক্রিকেটার চাই যে দলে ওর মতো ব্যাট করবে মিডল অর্ডার এবং টপ অর্ডারে।”
𝘼𝙨𝙝𝙒𝙄𝙉! 🙌🏻
— BCCI (@BCCI) February 8, 2023
Start your day with @ashwinravi99's magical 5️⃣-wicket haul in 2017 that left everyone spellbound 👏🏻👏🏻 #TeamIndia
As we gear up for the #INDvAUS Border-Gavaskar Trophy Test series opener, relive that match-winning bowling brilliance 🔽https://t.co/DVQHrCWAOq pic.twitter.com/yeUH9JoAqO
সাংবাদিক সম্মেলনে ভারতের স্পিনারদেরো দারুণ প্রশংসা করেছেন রোহিত শর্মা তার বক্তব্য – (IND vs AUS 2022)
“আমাদের দলের চারজন স্পিনারের গুন আলাদা আলাদা। ভুলে যাবেন না তারা কিন্তু অলরাউন্ডার’ও। কূলদীপ যাদব বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রান করেছিলো।”
বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে ভারত – রবিচন্দ্রন অশ্বিন, কূলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং আক্সার প্যাটেল কে দলে নিয়েছে।
৯ ই ফেব্রুয়ারি নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।
India’s Test squad for the first two Tests of IND vs AUS 2023 :
Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.