IND vs AUS 2023 : পন্তকে মিস করবে গোটা দল, অসিদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বললেন রোহিত শর্মা

0
22
Rishabh Pant will be missed by the whole team, Rohit Sharma said ahead of the IND vs AUS 2023 Test Series
Rishabh Pant will be missed by the whole team, Rohit Sharma said ahead of the IND vs AUS 2023 Test Series

IND vs AUS 2023 – গতবছর ডিসেম্বর মাসে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত। যার জেরে একটা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছিলেন তিনি। শুক্রবার থেকে শুরু হতে চলেছে বর্ডার গাভাস্কার ট্রফি। নিশ্চিত ভাবে তার দলে না থাকাটা খানিকটা চাপের মধ্যে ফেলে দিয়েছে ভারতকে।

আইসিসির ২০২২ সালের বর্ষসেরা টেস্ট দলের একমাত্র ভারতীয় সদস‍্য হলেন ঋষভ পন্ত। দলে এই বাঁ হাতি মারকুটে ব‍্যাটারের না থাকার সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন – (IND vs AUS 2023)

“ঋষভ পন্তকে আমরা সবাই মিস করবো এই সিরিজে। দলের মিডল অর্ডারে ওর অবদান কখনও ভোলার নয়। আমাদের ওর মতো একজন ক্রিকেটার চাই যে দলে ওর মতো ব্যাট করবে মিডল অর্ডার এবং টপ অর্ডারে।”

সাংবাদিক সম্মেলনে ভারতের স্পিনারদেরো দারুণ প্রশংসা করেছেন রোহিত শর্মা তার বক্তব্য – (IND vs AUS 2022)

“আমাদের দলের চারজন স্পিনারের গুন আলাদা আলাদা। ভুলে যাবেন না তারা কিন্তু অলরাউন্ডার’ও। কূলদীপ যাদব বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ রান করেছিলো।”

বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টে ভারত – রবিচন্দ্রন অশ্বিন, কূলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং আক্সার প‍্যাটেল কে দলে নিয়েছে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : প্রথম টেস্টে শুভমান গিল খেলবেন, নাকি সূর্য কুমার যাদব ? জানিয়ে দিলেন রোহিত শর্মা

৯ ই ফেব্রুয়ারি নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

India’s Test squad for the first two Tests of IND vs AUS 2023 :

Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শুভমান নয় রাহুল ওপেন করবে নাগপুর টেস্টে, দাবী সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের