Rishabh Pant : পন্তকে ইঙ্গিত করে ট‍্যুইট করলেন উর্বশী রাউতেলা

0
57
Rishabh Pant : Urvashi Rautela shares cryptic post after Rishabh Pant meets with road accident
Rishabh Pant : Urvashi Rautela shares cryptic post after Rishabh Pant meets with road accident

Rishabh Pant – শুক্রবার পথ দূর্ঘটনায় জোর কদমে জখম হয়েছেন ঋষভ পন্ত। এই মুহূর্তে গোটা ভারত তার সুস্থতার জন্যে কামনা করছেন। ইতিমধ্যে ট‍্যুইট করে পন্তের পাশে থাকার বার্তা দিয়েছেন দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে অন‍্যান‍্য ক্ষেত্রের বিশেষ ব‍্যক্তিবর্গ। এবার ট‍্যুইট করলেন উর্বশী রাউতেলা। একটা সময় তার সাথে নাম জড়ায় পন্তের।

এইমুহুর্তে পন্তের চিকিৎসার দায়িত্বে আছেন ডাক্তার সুশীল নাগার। পরবর্তী সময়ে সংবাদ মাধ‍্যমের কাছে তিনি পন্তের মেডিক্যাল রিপোর্ট শেয়ার করেছেন। জানা গিয়েছে এই ঘটনার জেরে পন্তের কোনও হাড় ভাঙেনি, অথবা শরীরের কোনও অংশ বিশেষ ভাবে পুরে যাইনি। তবে কপালে এবং চোখের কোনায় গভীর ক্ষত হয়েছে তার। এছাড়া হাঁটুর লিগামেন্ট ছিড়েছে, এবং কাঁধে চোট পেয়েছেন। (Rishabh Pant)

উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন,

“ভোর ৫:৩০ টা নাগাদ ঋষভ পন্তের গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে।‌ রুরকের কাছে মহাম্মেদপুর জাটের কাছাকাছি এই দূর্ঘটনা ঘটে। গাড়ি চালাতে চালাতে পন্তের চোখ বন্ধ হয়ে আসে ঘুমে, তারপর তার গাড়ি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তাকে প্রথমে রৌড়কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয়েছে দেরাদূনে।”

শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারি মাসে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজের দলে সুযোগ হয়নি ঋষভ পন্তের। (Rishabh Pant) তাকে বিশ্রাম দেওয়া হয়েছে চোট থাকায়। খুব শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিলো তার।

আরও পড়ুনঃ Chelsea : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলারকে দলে নিতে চলেছে চেলসি

বেশ কিছু সময় ধরে সাদা বলের ক্রিকেটে একেবারেই চেনা ছন্দের ধারেকাছে নেই ঋষভ পন্ত। এবছছ ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন, কিন্তু শেষ অবধি অধিকাংশ ম‍্যাচেই খেলার সুযোগ হয়নি। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেলেও তেমন বিশেষ কিছু করতে পারেননি পন্ত। খুব সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ২-০ ব‍্যবধানে জয় পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষভ পন্তের। তারপর থেকে এখনও অবধি ৩৩ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬৬ টা টি ২০ খেলেছিলেন তিনি। আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস দলকে নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ ICC Womens T20 World Cup 2023 : ১৪ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে ভীষণ খুশি শিখা, করলেন আবেগপ্রবণ পোস্ট