Rishabh Pant : দূর্ঘটনার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন ঋষভ পন্ত 

0
17
Rishabh Pant shared his picture for the first time after the accident
Rishabh Pant shared his picture for the first time after the accident

Rishabh Pant – গাড়ি দূর্ঘটনায় আহত হওয়ার পর এই প্রথম নিজের ছবি শেয়ার করলেন ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত। এই ছবি শেয়ার করার মধ্যে দিয়ে ফ্যানেদের আশ্বস্ত করলেন তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ছবিটিতে স্ক্রাচে ভর করে হাঁটতে দেখা যাচ্ছে ঋষভ পন্তকে। লিগামেন্ট ছেড়ায় হাঁটুতে অপারেশন করা হয়েছিলো পন্তের। তার হাঁটু পুরো ট‍্যাপড করা। ছবির ক‍্যাপশানে ঋষভ পন্ত লিখেছেন। (Rishabh Pant)

“আরও একধাপ আগে, আরও একধাপ শক্তি সঞ্চয়, আরো একধাপ ভালো অনুভব করা।”

গতবছর ৩০ শে ডিসেম্বর দিল্লি – দেরাদূন হাইওয়েতে বীভৎস গাড়ি দূর্ঘটনার মুখে পড়েছিলেন পন্ত। ডিভাইডারে ধাক্কা লেগে যাওয়ার পর তার গাড়িতে আগুন লেগে যায়। তিনি কোনও মতে কাঁচ ভেঙে বেরিয়ে এসে নিজের প্রান বাঁচান কোনও মতে। (Rishabh Pant)

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test – জাদেজার মলম কান্ডে রায় ঘোষণা করলো আইসিসির ম‍্যাচ রেফারি 

স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানোর পর দেরাদূনের ম‍্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিলো ঋষভ পন্তকে। সেখানে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর পন্তকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসাপাতালে, সেখানে হাঁটুর চিকিৎসা করা হয় তার। পুরোটাই ভারতীয় ক্রিকেট বোর্ডের তত্বাবধানে।

পন্তকে শেষ বার দেশের হয়ে খেলতে দেখা গেছিলো গতবছর ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ভারতকে সেই টেস্ট সিরিজে ২-০ ব‍্যবধানে জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পন্ত।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : মাঠে রোহিতের কাছে ক্ষমা চাইলেন কোহলি, দেখুন ভিডিও