Rishabh Pant : দুর্ঘটনার আগে পন্তকে ধীর গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলেন ধাওয়ান, এমনটাই জানালেন তারকা ওপেনার

0
21
Rishabh Pant : 'Saw him drive once...': Dhawan opens up on viral 'don't overspeed' video involving Pant before tragic accident
Rishabh Pant : 'Saw him drive once...': Dhawan opens up on viral 'don't overspeed' video involving Pant before tragic accident

Rishabh Pant – টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ গত বছর ডিসেম্বরের শেষে খারাপ ভাবে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। এতে তিনি প্রাণে বাঁচলেও গুরুতর ভাবে আহত হন। এই দুর্ঘটনার কয়েক দিন পরেই ঋষভ পন্ত এবং শিখর ধাওয়ানের একটি পুরনো ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বছর তিনেক আগের একটি ভিডিয়ো ছিল সেটি।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, শিখর ধাওয়ান ধীরগতিতে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছেন পন্তকে (Rishabh Pant)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ঋষভ পন্ত এবং তার সেই ভিডিয়োটি নিয়ে মুখ খুলেছেন শিখর।

কার্যত, গতবছরের ৩০ শে ডিসেম্বর দিল্লি-দেরাদুন হাইওয়েতে পন্তের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল।  তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে গাড়ি চালিয়ে রুরকিতে তার নিজের শহরে যাচ্ছিলেন। যাওয়ার পথে গাড়িটি ডিভাইডারে ধাক্কা খেয়ে একাধিকবার উল্টে যায়, এবং পরে তাতে দাউদাউ করে আগুন ধরে যায়।

কোনও মতে স্থানীয়দের সাহায্যে প্রাণে বাঁচেন পন্ত। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনি এখন সুস্থ হয়ে উঠছেন এবং তার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে নিজের ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে চলেছেন।

এই দুর্ঘটনার পর ১১ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়। এই ভিডিয়োটি বছর তিনেক আগের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময়ের। যখন শিখর ধাওয়ান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতেন। এই ভিডিয়োয় দুই ক্রিকেটারকে দিল্লি ক্যাপিটালস দলের জার্সি গায়ে দেখতে পাওয়া গিয়েছিল। তারা দুজনে বোধহয় কোনও গেম খেলছিলেন।

আরও পড়ুনঃ IPL 2023 : আরসিবি’র হল অফ ফেমে জায়গা পেলেন গেইল-এবিডি, সামনে এল ফ্রাঞ্চাইজি’র নতুন জার্সি

এই ভিডিয়োয় পন্ত (Rishabh Pant) ক্যামেরার সামনে শিখরের কাছে জানতে চান, “এমন কোনও পরামর্শ রয়েছে, যেটা আপনি আমাকে দিতে চান ?” জবাবে ধাওয়ান বলেন, “ধীরেসুস্থে গাড়ি চালাও।” এর পর দুজনেই জোরে জোরে হাসতে শুরু করেন। পরে পন্ত বলেন, “ঠিক আছে, আপনার এই পরামর্শ আমি মাথায় রাখবো,  আর ধীরেসুস্থেই গাড়ি চালাবো।”

গত শনিবার আজ-তককে দেওয়া একটি সাক্ষাৎকারে ধাওয়ান বলেছেন,

“আমি খুশি যে ঋষভ সেই দুর্ঘটনা থেকে বাঁচতে পেরেছে। ও সুস্থ হয়ে উঠছে। আমি ওর সঙ্গে কথা বলতে থাকি। এক বার ওকে গাড়ি চালাতে দেখেছিলাম এবং ওকে ধীরে ধীরে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছিলাম। আমার সেই সাক্ষাৎকারের কথা মনেও ছিল না। আমি জানি না, কী ভাবে সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন,  (Rishabh Pant)

“সে দিন আমি আমার মনের কথা বলেছিলাম। কিন্তু যখন আপনার বয়স ২০-২১, তখন আপনার জীবনে সেই বাড়তি উদ্যম থাকে… এটা এমন নয় যে, ঋষভ ওর গাড়ি খুব দ্রুত গতিতে চালায়। সেই বয়সে, আমিও দ্রুত গতিতে গাড়ি চালিয়েছি। অন্য অনেকেই এমনটা কাজ করেছে। এই সময়ে, আপনাকে আপনার অ্যাড্রেনালিন রাশ নিয়ন্ত্রণে রাখতে হবে, এটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি ওকে পরামর্শ দিয়েছিলাম, ধীরে গাড়ি চালানোর।”

আরও পড়ুনঃ Team India : বিরাট বা রোহিত নন, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়’কে চেনালেন দীনেশ কার্তিক