IND vs BAN 2022 : চোটের জন্যে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে বাদ পড়লেন ঋষভ পন্ত 

0
37
Rishabh Pant ruled out of the ODI series of IND vs BAN 2022
Rishabh Pant ruled out of the ODI series of IND vs BAN 2022

ওয়ানডে সিরিজের (IND vs BAN 2022) প্রথম ম‍্যাচ শুরু’র ঠিক আগে বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের উইকেট কিপার – ব‍্যাটার ঋষভ পন্ত। চোট পাওয়ার জন্যে খেলছেন না পন্ত, কিন্তু ঠিক কি চোট পেয়েছেন তিনি, তার ব‍্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পন্তের বিকল্প হিসেবে ওডিআইতে কোনও ক্রিকেটারের নাম জানায়নি।

পন্ত না খেলায় বাংলাদেশের (IND vs BAN 2022) বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কে এল রাহুল উইকেট কিপিং করবেন, এছাড়া সামাল দেবেন দলের মিডল অর্ডার। রোববার ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে টসের পর ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে –

“ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিমের সাথে পরামর্শ নেওয়ার পর ঋষভ পন্ত’কে ওডিআই স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। টেস্ট সিরিজের আগে দলে যোগ দেবেন তিনি। ওয়ানডে সিরিজের তার পরিবর্তে খেলতে চলা কোনও ক্রিকেটারের নাম এখনই ঘোষণা হচ্ছে না।”

সিরিজের (IND vs BAN 2022 ) প্রথম ওয়ানডে ম‍্যাচে খেলছেন না আক্সার প‍্যাটেল’ও।

পন্ত’কে সদ‍্য নিউজিল্যান্ড সফরে ওয়ানডে খেলতে দেখা গেছিলো। গোটা সফরে ভারতীয় দলে একাধিক সিনিয়র’রা ছিলেন না। তাই ওপেন করানো হয়েছিল তাকে দিয়ে। কিন্তু পন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

এছাড়া গোটা সফর জুড়ে খারাপ ফর্ম জারি ছিলো ঋষভ পন্তের। তাই প্রবল সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তিনি।

আরও পড়ুন IND vs BAN 2022 : বারবার চোট পাওয়া শামি, বুমরাহ’দের পরিকল্পনার বাইরে রেখে দল গড়া হোক, পরামর্শ প্রাক্তন নির্বাচকের

আগামী ১৪ ই ডিসেম্বর থেকে শুরু হবে ভারত – বাংলাদেশ (IND vs BAN 2022) দুই ম‍্যাচের টেস্ট সিরিজ। তার আগে জাতীয় দলে যোগ দেবেন পন্ত, এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই (IND vs BAN 2022) সিরিজ শুরু’র আগে রবীন্দ্র জাদেজা, যশ দেয়াল এবং মহম্মদ শামি চোটের জন্যে ছিটকে গেছিলেন সিরিজ থেকে। তাদের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছিলেন শাহবাজ আহমেদ, কুলদীপ সেন এবং উমরান মালিক।

India’s squad for IND vs BAN 2022 ODI Series :

Rohit Sharma (C), KL  Rahul (VC), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi,Ishan Kishan (WK), Shahbaz Ahmed, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohd. Shami, Mohd. Siraj, Deepak Chahar, Kuldeep Sen, Umarn Malik.

আরও পড়ুন FIFA World Cup 2022 : সাউথ কোরিয়ার বিরুদ্ধে ম‍্যাচের আগে ব্রাজিলের অনুশীলনে ফিরলেন নেইমার