Rishabh Pant : কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন পন্ত তা জানালো বিসিসিআই

0
14
Rishabh Pant : Rishabh Pant's Recovery Could Take Six Months, Ligament Injury Similar to That of Ravindra Jadeja: Report
Rishabh Pant : Rishabh Pant's Recovery Could Take Six Months, Ligament Injury Similar to That of Ravindra Jadeja: Report

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি ছিলেন (Rishabh Pant) ভারতীয় দলের তারকা  ক্রিকেটার ঋষভ পন্ত। সেখান থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় ভারতীয় দলের এই ক্রিকেটার’কে। পন্তের লিগামেন্ট চোট সারানোর দায়িত্ব নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

কিন্তু পন্তের (Rishabh Pant) মাঠে ফিরতে এখনও কতো সময় লাগতে পারে, তা এখনও সকলের অজানা। তবে পন্তের মাঠে ফিরতে যে প্রায় ছয়-সাত মাস মতো সময় লাগতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না।

এই পরিস্থিত’র মধ্যেই আশার কথা শোনালেন বিসিসিআইয়ের চিকিৎসক’রা। পন্তের লিগামেন্ট চিকিৎসা’র দায়িত্ব নেওয়ার পরই, বিসিসিআই চিকিৎসক’দের একটি দল’কে দেরাদুনে পাঠায়। সেই চিকিৎসক’রা যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে বলা হয়েছে পন্তের মাঠে ফিরতে সময় লাগবে প্রায় ছয় মাস মতো। ফলে আপাতত কোনও সিরিজেই পাওয়া যাবে না তাকে। তবে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে পন্ত’কে আবারও ২২ গজে দেখা যেতে পারে বলে খবর।

পন্তের (Rishabh Pant) চোট সম্পর্কে এক বোর্ড কর্তা জানিয়েছেন,

“চিকিৎসক’রা যা রিপোর্ট দিয়েছেন তাতে বলা হয়েছে যে, সব ঠিক ঠাক থাকলে পন্তের মাঠে ফিরতে অন্তত ছয় মাস লাগবে। ফলে আশা করা যায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওকে আমরা পেতে পারি। তবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে সিরিজ এবং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পাওয়া যাবে না পন্ত’কে।’

আরও পড়ুনঃ Shreyas Iyer : রোহিত-পরবর্তী যুগে ভারতের একজন সফল অধিনায়ক হিসাবে শ্রেয়াস’কে দেখতে চান ভারত প্রাক্তনী

প্রসঙ্গত, এই বছরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারত। তার আগেই পন্ত’কে (Rishabh Pant) দলে পেতে চাইছে ভারতীয় ক্রিকেট দল। তবে পন্ত’কে নিয়ে মোটেই তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।

কার্যত, গত বছর লিগামেন্টে চোট পান রবীন্দ্র জাদেজা। তারপর থেকে তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। জাদেজা’র চোটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে পন্তের চোটের। এমনটাই বলা হয়েছে রিপোর্টে। এই প্রসঙ্গে এক বোর্ড কর্তা বলেছেন,

“রবীন্দ্র জাদেজা’র চোটের সঙ্গে পন্তের চোটের অনেকটাই মিল রয়েছে। তাই চিকিৎসক’রা মনে করছেন পন্তের লিগামেন্ট চোট সেরে উঠতে অন্তত ছয় মাস মতো সময় লাগতে পারে। মুম্বাইতে অস্ত্রোপচার করা হবে নাকি বিদেশে করা হবে, তা এখনও জানা যায়নি।

আপাতত মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছে পন্ত (Rishabh Pant)। সেখানেই ওর চিকিৎসা করা হবে।  বোর্ডের চিকিৎসক’রাও সেখানে থাকবেন।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : শুরুতেই উইকেট পাওয়াটা টার্গেট তার, এমনটাই জানালেন শিবম মাভি