Rishabh Pant – গতবছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছিলেন তারকা ভারতীয় উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্ত। এর ফলে মাস ছয়েকের বেশি সময়ের জন্যে মাঠের বাইরে গেছেন তিনি বলা চলে। যার ফলে বর্ডার গাভাস্কার ট্রফিতে এবং আইপিএলেও খেলা হবেনা তার।
সদ্য দিল্লি ক্যাপিটালস দলের হেড অফ দ্য ক্রিকেট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেনট জানিয়েছেন ২০২৩ সালের আইপিএল খেলবেন না ঋষভ পন্ত (Rishabh Pant)।
PTI এর রিপোর্ট অনুযায়ী দুবাই ক্যাপিটালস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস দলের দায়িত্ব পালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পরের দুই দল আইএলটি ২০ এবং সিএসএ টি ২০ তে অংশগ্রহণ করবে, সংযুক্ত আরব আমিরশাহি এবং সাউথ আফ্রিকায় টি ২০ ফ্রাঞ্চাইজি লিগে খেলবে এই দুই দল।
২০১৯ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের মেন্টরের ভূমিকা পালন করতে দেখা গেছিলো। পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে নির্বাচন লড়েছিলেন বলে সেই দায়িত্ব ছেড়ে দেন। এই দায়িত্ব নেওয়ার অর্থ হলো দিল্লির কোচ রিকি পন্টিংয়ের সাথে কাজ করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। (Rishabh Pant)
আরও পড়ুনঃ Ramiz Raja : BCCI এর BJP মানসিকতা পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি করছে, বিস্ফোরক দাবী রামিজ রাজার
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে বড়ো দায়িত্ব এখন দিল্লি ক্যাপিটালসের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা। কারণ দূর্ঘটনায় আহত হওয়ার ফলে ঋষভ পন্তের (Rishabh Pant) এবছর আইপিএলে খেলাকে কেন্দ্র করে প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে ইতিমধ্যে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং পুণে ওয়ারিওরসের হয়ে খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১২ সালে শেষ বার তাকে পুণের হয়ে আইপিএলে খেলতে দেখা গেছিলো।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বাংলার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদে দেখা গেছিলো সৌরভ গঙ্গোপাধ্যায় কে। পরবর্তী সময়ে বিসিসিআই এর প্রেসিডেন্ট হন। অবশ্য এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি।
আরও পড়ুনঃ Barcelona : লেওয়ানডস্কির উত্তরসূরী হিসেবে এই ব্রাজিলিয়ান বিস্ময়কে চিহ্নিত করলো বার্সেলোনা