Rishabh Pant : আর সপ্তাহ দুয়েকের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ঋষভ পন্তকে, কবে মাঠে ফিরবেন তিনি , জেনে নিন বিস্তারিত

0
21
Rishabh Pant : Rishabh Pant will be released from the hospital in a couple of weeks, when will he return to the field, know the details
Rishabh Pant : Rishabh Pant will be released from the hospital in a couple of weeks, when will he return to the field, know the details

Rishabh Pant – গতবছর ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দূর্ঘটনার কবলে পড়েছিলেন তারকা ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত। সূত্রের খবর অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে। সদ‍্য লিগামেন্টের অপারেশন করা হয়েছিলো তার।

Times of India’ তে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পন্তের লিগামেন্ট গুলো মারাত্মক ক্ষতি হয়েছিল। তবে বড়ো সার্জারি একটাই হয়েছে তার। বাকি গুলো প্রকৃতির নিয়মে সাড়বে। ডাক্তাররা আশা রাখছেন আর কোনও সার্জারির প্রয়োজন হবেনা এই তারকা ভারতীয় ক্রিকেটারের। (Rishabh Pant)

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র TOI কে বলেছেন,

“সবকটা লিগামেন্টেই লেগেছে পন্তের। তার পিসিএল মারাত্মক ক্ষতি হয়েছে। এমসিএল সার্জারির একান্ত প্রয়োজন ছিলো। আগামী দুই সপ্তাহের মধ্যে তার পিএসএলের দিকে নজরদারি রাখা হবে। তবে আশা করা হচ্ছে এবার আর কোনও রকমের সার্জারির প্রয়োজন হবেনা। এখনও অবধি একটাই সার্জারি করা হয়েছে তার।” (Rishabh Pant)

লিগামেন্টের চোট সারানোর জন্যে এবার টানা রিহ‍্যাব শুরু করবেন পন্ত। যার জন্যে সপ্তাহ ছয়েক প্রয়োজন আছে। এরপর কয়েক মাস কাটার পর তার খেলার বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগামী চার – ছয় মাস তার খেলার মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই তার। (Rishabh Pant)

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : কিছুদিন আগেই ছেলের উপর দারুন চোটে ছিলেন তিনি, এখন ছেলের ডবল সেঞ্চুরি দেখে খুশিতে আত্মহারা গিলের বাবা

কপাল কেটেছে পন্তের। এছাড়া হাঁটুর লিগামেন্টে বেশ চোট পেয়েছেন।‌ এছাড়া কোমর চোট পেয়েছেন, এবং শরীরের একাধিক জায়গায় ছড়ে গেছে তার। দিল্লি – দেরাদূন হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে পন্তের গাড়ি, বেশ কয়েকটি পাল্টি খেয়ে আগুন ধরে যায়। ভোর ৫:৩০ টা নাগাদ রোরকে থেকে বাড়ি ফিরছিলেন পন্ত।

সম্প্রতি সবাইকে ধন্যবাদ জানিয়েছ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ঋষভ পন্ত। সেখানে তিনি লিখেছেন,

“সবার প্রার্থনা এবং শুভকামনা পেয়ে ভীষণ খুশি আমি। সবাইকে জানিয়ে রাখি আমার সার্জারি খুব ভালো ভাবেই মিটেছে। এবার আমার সেরে ওঠার কাজ শুরু, সামনের সমস্ত চ‍্যালেঞ্জের সাথে মোকাবেলা করতে তৈরী আমি।” – ঋষভ পন্ত

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : শুভমান গিলের সাথে ধোনির মিল খুঁজে পেলেন প্রাক্তন ভারত তারকা