Rishabh Pant : দূর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ঋষভ পন্তকে, দেখুন ভাইরাল ভিডিও

0
30
Rishabh Pant : Rishabh Pant was rescued in a bloody state after the accident, see the viral video
Rishabh Pant : Rishabh Pant was rescued in a bloody state after the accident, see the viral video

Rishabh Pant – শুক্রবার দিল্লি দেরাদূন হাইওয়েতে হাম্বাদপুর ঝালের কাছাকাছি বড়সড়ো পথ দূর্ঘটনায় গুরুতর ঝখম হন ঋষভ পন্ত। দূর্ঘটনার পর তাকে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়‌। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পন্তের বক্তব্য অনুযায়ী তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন, এবং ঘুমের জেরে চোখ লেগে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটে‌। ডিভাইডারে গাড়ি সজোরে ধাক্কা লাগার পর আগুন ধরে যায়, কোনও ভাবে গাড়ির কাঁচ ভেঙে বেড়িয়ে এসে নিজের জীবন রক্ষা করেন। (Rishabh Pant)

এইমুহুর্তে পন্তের চিকিৎসার দায়িত্বে আছেন ডাক্তার সুশীল নাগার। পরবর্তী সময়ে সংবাদ মাধ‍্যমের কাছে তিনি পন্তের মেডিক্যাল রিপোর্ট শেয়ার করেছেন। জানা গিয়েছে এই ঘটনার জেরে পন্তের কোনও হাড় ভাঙেনি, অথবা শরীরের কোনও অংশ বিশেষ ভাবে পুরে যাইনি। তবে কপালে এবং চোখের কোনায় গভীর ক্ষত হয়েছে তার। এছাড়া হাঁটুর লিগামেন্ট ছিড়েছে, এবং কাঁধে চোট পেয়েছেন। (Rishabh Pant)

উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন,

“ভোর ৫:৩০ টা নাগাদ ঋষভ পন্তের গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে।‌ রুরকের কাছে মহাম্মেদপুর জাটের কাছাকাছি এই দূর্ঘটনা ঘটে। গাড়ি চালাতে চালাতে পন্তের চোখ বন্ধ হয়ে আসে ঘুমে, তারপর তার গাড়ি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তাকে প্রথমে রৌড়কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয়েছে দেরাদূনে।”

শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারি মাসে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজের দলে সুযোগ হয়নি ঋষভ পন্তের। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে চোট থাকায়। খুব শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিলো তার।

আরও পড়ুনঃ Rishabh Pant : ঋষভ পন্তকে চিনতেন না তার জীবন বাঁচানো বাস ড্রাইভার

বেশ কিছু সময় ধরে সাদা বলের ক্রিকেটে একেবারেই চেনা ছন্দের ধারেকাছে নেই ঋষভ পন্ত। এবছর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন, কিন্তু শেষ অবধি অধিকাংশ ম‍্যাচেই খেলার সুযোগ হয়নি। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেলেও তেমন বিশেষ কিছু করতে পারেননি পন্ত। খুব সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ২-০ ব‍্যবধানে জয় পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষভ পন্তের। তারপর থেকে এখনও অবধি ৩৩ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬৬ টা টি ২০ খেলেছিলেন তিনি। আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস দলকে নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তকে ইঙ্গিত করে ট‍্যুইট করলেন উর্বশী রাউতেলা