Rishabh Pant : নির্ভিঘ্নে হাঁটুর অপারেশন হলো ঋষভ পন্তের, খুব দ্রুত সেরে উঠছেন তিনি

0
19
Rishabh Pant : Rishabh Pant undergoes successful knee surgery post car accident; recovering fast
Rishabh Pant : Rishabh Pant undergoes successful knee surgery post car accident; recovering fast

Rishabh Pant – শুক্রবার মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে নির্ভিঘ্নে মিটলো ভারতের তারকা উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্তের হাঁটুর চোট। গত সপ্তাহে গাড়ি দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন পন্ত। প্রথম দেরাদূনের ম‍্যাক্স হাসপতালে ভর্তি করা হয়েছিলো পন্তকে, পরে তাকে এয়ারলিফ্ট করে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে আসা হয়।

বিভিন্ন সূত্রের মারফত জানা গিয়েছে পন্তের (Rishabh Pant) লিগামেন্ট অপারেশন ভালোয় ভালোয় মিটেছে। সূত্রের দাবী, 

“গতকাল পন্তের হাঁটুর অপারেশন খুব ভালো ভাবে মিটেছে। ৩-৪ ঘন্টা ধরে সেই অপারেশন চলেছে। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে।”

মুম্বাইয়ের হাসপাতালের স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার দীন শাহ পারদিওয়ালার তত্বাবধানে আছেন পন্ত। সার্জারি মেটার পর এখন লিগামেন্ট সারানোর কাজে মন দেবেন পন্ত। এছাড়া শরীরে একাধিক জায়গায় আঘাত পেয়েছিলেন তিনি, তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো খানিকটা সময় লাগবে।

এদিকে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এবারের আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ সিনিয়র ব‍্যাটার ডেভিড ওয়ার্নার। তারকা ভারতীয় উইকেট কিপার – ব‌্যাটারের অবর্তমানে এই অভিজ্ঞ সিনিয়র অস্ট্রেলিয়ার উপর আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট। (Rishabh Pant)

দিল্লি ক‍্যাপিটালসকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার বিষয়ে অসি ব‍্যাটার ডেভিড ওয়ার্নারের সাথে কথাবার্তা চালাবে টিম ম্যানেজমেন্ট। পন্তের অবর্তমানে সরফরাজ খান উইকেট কিপিং পজিশন সামাল দিতে পারেন।

আরও পড়ুনঃ Rishabh Pant : এবারের বিশ্বকাপ মিস করার সম্ভাবনা প্রবল ঋষভ পন্তের

TOI কে দিল্লি ক‍্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন,

“ডেভিড ওয়ার্নারের আইপিএলের দলকে নেতৃত্ব দেওয়ার অনভিজ্ঞতা আছে। এবিষয় টিম ম্যানেজমেন্ট কথা বলবে ওয়ার্নারের সাথে। এবার মিডল অর্ডারে প্রভাবশালী ব‍্যাটারদের প্রয়োজন। প্রয়োজন হলে সরফরাজ খান কে উইকেট কিপিং করার জন্যে বলা হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের খুব পোক্ত উইকেট কিপার অথবা ব‍্যাটারের প্রয়োজন।”

২০২১ সালের আইপিএলের আগে ঋষভ পন্তকে দিল্লি ক‍্যাপিটালস দলের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে লিগ পর্যায়ে টেবিল টপার হয়েছিল দিল্লি ক‍্যাপিটালস। তবে কোয়ালিফায়ার টু’তে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নেয়। ২০২২ সালের আইপিএল সাতটি ম‍্যাচ জিতেছিলো, এবং সাতটি হেরেছিলো দিল্লি, লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিলো দিল্লি ক‍্যাপিটালস।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতীয় দলে ভারসাম্যের অভাব আছে বলে মনে করেন প্রাক্তন তারকা ক্রিকেটার