বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পন্তের (Rishabh Pant) সঙ্গে দেখা করলেন, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। পন্তের সঙ্গে দেখা করার পরে ধামি জানান, রাস্তায় গর্তের কারণে শুক্রবার সকালে পন্তের গাড়ির ভারসাম্য বিঘ্নিত হয় এবং এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় পন্তের গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন এবং একটি বাসের চালক সময়মতো ঋষভ পন্ত’কে (Rishabh Pant) গাড়ি থেকে টেনে বের করেন। পন্তের অনেক চোট লেগেছে, গত শনিবার তার কপালে অস্ত্রোপচারও হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবারই পন্তের স্বাস্থ্যের খোঁজখবর নেন সিএম ধামি। ধামি পরে বলেছিলেন যে পথে একটি গর্তের কারণে দুর্ঘটনাটি ঘটেছিল। এই উত্তরে একটি জল্পনার অবসান’ও হয়েছে যে, অনেকেই বলছিলেন পন্তের গাড়ির অতিরিক্ত গতি এবং পন্ত ঘুমিয়ে যাওয়ার কারণেই তিনি এই দুর্ঘটনায় পড়েছিলেন।
পন্ত বর্তমানে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় আগুনের সংস্পর্শে আসা এবং ঘষার কারণে তার কপাল, পিঠ ও পায়ে অনেক আঘাত লেগেছে। দুর্ঘটনার পর তোলা সব ছবিতেও তার কপালের দাগ দেখা গিয়েছে। গত শনিবার তার অস্ত্রোপচার হয়। বর্তমানে তার হাঁটু ও গোড়ালি’তে প্রচুর ফোলাভাব রয়েছে যার কারণে এমআরআই’ও করা যাচ্ছে না। (Rishabh Pant)
এখন আইসিইউ’তে রাখা হয়েছে ঋষভ পন্ত’কে। স্বস্তির একমাত্র বিষয় হল তার মাথায় ও মেরুদণ্ডের এমআরআই রিপোর্ট স্বাভাবিক পাওয়া গিয়েছে। শনিবারই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ ধন সিং রাওয়াত হাসপাতালে গিয়ে চিকিৎসকদের কাছ থেকে পন্তের স্বাস্থ্যের আপডেট নিয়েছিলেন। ঋষভের মা সরোজ পন্তের সঙ্গে ফোনে কথাও বলেছেন তিনি। জানা গিয়েছে যে, এখন দেরাদুনেই চিকিৎসা হবে পন্তের।
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডো জ্বরে ভুগছে রোনাল্ডোর ফ্যানেরা, দেখুন ভিডিও
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে, গত দুই দিনে ঋষভের (Rishabh Pant) অবস্থার অনেক উন্নতি হয়েছে। চিকিৎসক ও বিসিসিআইয়ের লোকজন যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে ঋষভ আপাতত ম্যাক্স হাসপাতালেই থাকবেন। বাহ্যিক আঘাতের ব্যথা কমে গেলে তার লিগামেন্টের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিএম ধামি সংবাদমাধ্যম’কে জানিয়েছেন,
“গত দুই দিনে ঋষভ পন্তের অনেক উন্নতি হয়েছে। চিকিৎসক ও বিসিসিআইয়ের লোকজন যোগাযোগ করছেন। আমি তার (ঋষভ পন্ত) মায়ের সঙ্গেও কথা বলেছি। যে চিকিৎসা চলছে তাতে সকলেই সন্তুষ্ট। আমরা প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
ঋষভ পন্তের (Rishabh Pant) জীবন বাঁচানোর জন্য বাসের চালক এবং কন্ডাক্টর তাদের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন যে তার সরকার প্রজাতন্ত্র দিবসে উভয়কেই সম্মানিত করবে।
প্রসঙ্গত, গত ৩০ শে ডিসেম্বর, ভোর ৫.৩০ টার দিকে পন্ত তার মাকে সারপ্রাইজ দিতেই বাড়ি যাচ্ছিলেন। তখন দিল্লি থেকে রুরকি’তে ফেরার সময় তিনি একটি গুরুতর দুর্ঘটনার মুখোমুখি হন। এ সময় হাম্মাদপুর ঢালের কাছে রুরকি’র নরসান সীমান্তে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়ি। দুর্ঘটনার সময় তিনি গাড়ি’তে একাই ছিলেন। দুর্ঘটনায় তার পিঠ, কপাল ও পায়ে ভীষণ জখম হয়েছে।