Rishabh Pant -ইদানিং হাঁস কে খাওয়ানোর ভিডিও ভাইরাল হলো উইকেটকিপার – ব্যাটার ঋষভ পন্তের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো সেই ভিডিও। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলার সুযোগ পাননি ঋষভ পন্ত।
প্রসঙ্গত, আসন্ন সিরিজে ভারতীয় ওয়ানডে টিমের সহ-অধিনায়র নির্বাচন করা হয়েছে হার্দিক পান্ডিয়া’কে। কেএল রাহুলের জায়গায় তিনি দলের ডেপুটি পদ সামলাবেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিসিসিআই হার্দিক’কেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।
হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স নিজেদের আইপিএল টুর্নামেন্টের অভিষেক মরশুমে জয়লাভ করেছিল। এরপর থেকেই তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। (Rishabh Pant)
অন্যদিকে ভারতের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার শিখর ধাওয়ান এতদিন ধরে টিম ইন্ডিয়া’র হয়ে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলতেন। কিন্তু তাকেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হল দল থেকে। কারন ভারতের উদীয়মান তারকা ক্রিকেটার শুভমান গিল ওপেনার হিসেবে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে ঈশান কিষান’ও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে একাধিক নজির স্পর্শ করেছেন।
সেই দিক থেকে দেখতে গেলে ২০১৯ সালের পর থেকে শিখরের ব্যাটে আর কোনও শতরান আসেনি। তার স্ট্রাইক রেট’ও ৮০-র নিচে চলে গিয়েছে। এই পরিস্থিতি’তে তিনি আর কখনও ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে লঙ্কান’দের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বিশ্বের ১ নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব’কে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রঞ্জি ট্রফি’তে মুম্বাই’কে নেতৃত্ব দিয়েছেন সূর্য। সেকারণে হার্দিক’কে তিনি কঠিন সময়ে সাহায্য করতে পারবেন বলেই আশা করা যায়।
পাশাপাশি এই ফরম্যাটে ভারতের পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি। এবার তাকে একটি নয়া দায়িত্ব দেওয়া হল।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ’কে একদিনের পাশাপাশি টি-২০ ক্রিকেট দল থেকেও বাদ দেওয়া হল। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরান করার পর পন্থ ক্রমাগত ফ্লপ হয়েই চলেছেন। তাকে ওপেনিং ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এবার তাকে ওয়ানডে এবং টি-২০ দুটো ফরম্যাট থেকেই বাদ দেওয়া হল।
কার্যত, ভারতীয় টি-২০ ক্রিকেট দলে আসন্ন এই সিরিজের জন্য দুই নতুন বোলার’কে সুযোগ দেওয়া হয়েছে। তারা হলেন শিবম মাভি এবং মুকেশ কুমার। এই দুই বোলার প্রথমবার টি-২০ ক্রিকেট দলে টিম ইন্ডিয়া’র হয়ে খেলবেন। ঘরোয়া ক্রিকেটে মাভি উত্তরপ্রদেশ এবং মুকেশ বাংলার হয়ে খেলেন। এছাড়া দলে রয়েছেন উমরান মালিক এবং আর্শদীপ সিং’ও। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে, বিসিসিআই এবার তরুণ বোলার’দের নিয়েই দলের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে চাইছে।
আরও পড়ুনঃ Virat Kohli : ভাইরাল হলো বিরাট কোহলির পুরনো পাকিস্তান সফরের ভিডিও