Rishabh Pant : এবারের বিশ্বকাপ মিস করার সম্ভাবনা প্রবল ঋষভ পন্তের

0
19
Rishabh Pant : Pant undergoes knee surgery in Mumbai Hospital, ‘Not only IPL 2023, Pant can still miss ODI World CUP’
Rishabh Pant : Pant undergoes knee surgery in Mumbai Hospital, ‘Not only IPL 2023, Pant can still miss ODI World CUP’

এক সপ্তাহ আগেই, ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার তারকা ভারতীয় খেলোয়াড় ঋষভ পন্ত (Rishabh Pant) , বর্তমানে মুম্বাইয়ের একটি নামকরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। এক সংবাদ মাধ্যম এই তথ্যটি নিশ্চিত করেছে।

বর্তমানে, ঋষভ পন্ত মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার স্বাস্থ্যের দ্রুত উন্নতি হচ্ছে বলেই  খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, রুরকি’র কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ভারতীয় তরুণ উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। (Rishabh Pant)

ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্ত (Rishabh Pant) গত ৩০ শে ডিসেম্বর একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়েছিলেন। রুরকি’র কাছে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং পন্ত গুরুতর আহত হন। দিল্লি থেকে রুরকি যাচ্ছিলেন পন্ত। ২৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান এরপর কোনও মতে উইন্ড স্ক্রিন ভেঙে গাড়ি থেকে নামতে সক্ষম হন, মাঠের মতো লড়াইয়ের মনোভাব দেখান।

এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এবং ভিডিয়োও সামনে এসেছে।

দুর্ঘটনার পর রুরকিতেই প্রাথমিক চিকিৎসার পর পন্তকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। এরপরে, বিসিসিআই ডিডিসিএ’এর সাথে পন্তের ব্যাপারে খোঁজ খবর রাখার জন্য অবিচ্ছিন্ন যোগাযোগ রেখেছিল এবং তার (Rishabh Pant) অবস্থা পর্যবেক্ষণ করছিল।

DDCA প্রধান শ্যাম শর্মা নিজে এসেছিলেন পন্তের সঙ্গে দেখা করতে। এছাড়া উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও পন্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছেছিলেন।

কার্যত, গত ৪ ঠা জানুয়ারী, দিল্লি এবং জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) একটি বড় সিদ্ধান্ত নেয় এবং চিকিৎসার জন্য পন্তকে মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। তাকে এয়ারলিফট করা হয়। বিসিসিআই জানিয়েছিল যে পন্তের মাথায় দুটি কাটা রয়েছে। তার ডান হাঁটুতে লিগামেন্ট ছিঁড়ে গেছে এবং তার (Rishabh Pant) ডান হাতের কব্জি, গোড়ালি, পায়ের আঙুলেও আঘাত রয়েছে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতীয় দলে ভারসাম্যের অভাব আছে বলে মনে করেন প্রাক্তন তারকা ক্রিকেটার

এছাড়া তার পিঠে ক্ষত রয়েছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে পন্তকে যত তাড়াতাড়ি সম্ভব ফিট করতে চায় বিসিসিআই।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে দুবাই পৌঁছেছিলেন ঋষভ পন্ত (Rishabh Pant)। সেখান থেকে তিনি ২৯ শে ডিসেম্বর দিল্লি আসেন এবং সেখান থেকে একটি প্রাইভেট কারে রুরকিতে নিজের বাড়িতে যাচ্ছিলেন।  শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ভারতীয় দলে রাখা হয়নি ঋষভ পন্তকে। এখন চোটের পর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পন্তের টেস্ট সিরিজ এবং আইপিএল ২০২৩-এ তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এমনকি চলতি বছরেই ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপেও এই ভারত তারকার না থাকার সম্ভাবনাই বেশি।

রিপোর্ট অনুযায়ী লিগামেন্টে চোটের জন্যই তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সূত্র জানিয়েছে, গত ৬ ই জানুয়ারি পন্তের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে।

বর্তমানে তিনি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন এবং শীঘ্রই চোট থেকে সেরে উঠছেন। মিডিয়ার রিপোর্ট অনুসারে, সম্পূর্ণ সুস্থ হতে চার থেকে ছয় মাস সময় লাগতে পারে ঋষভ পন্তের।

বলা হচ্ছে যে, ঋষভ পন্তের (Rishabh Pant) শরীরের কিছু অংশে ব্যথা ও ফোলাভাব থাকায় তার আগের দিন অর্থাৎ ২০২৩ সালের ৬ ই জানুয়ারি তার হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচার সফল হয়েছে এবং পন্ত বর্তমানে মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোকে নিতে চেয়েছিলো ব্রাজিলের একটি ক্লাব, জানুন বিস্তারিত