Rishabh Pant : ঋষভ পন্তের দ্রুত সুস্থতা কামনা করে ট‍্যুইট করলেন তার সতীর্থরা

0
16
Rishabh Pant : Cricket fraternity wishes speedy recovery to Rishabh Pant after his fiery car accident
Rishabh Pant : Cricket fraternity wishes speedy recovery to Rishabh Pant after his fiery car accident

Rishabh Pant – গাড়ি দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ঋষভ পন্ত। তার এহেন পরিস্থিতির পর সকলে তার দ্রুত সুস্থতা কামনা করে ট‍্যুইট করেছেন। সেখানে আছেন যেমন তার ভারতীয় দলের সতীর্থরা, তেমনই আছেন প্রাক্তন সকল তারকা ক্রিকেটারেরা।

পন্ত উত্তরাখন্ড থেকে দিল্লি আসার পথে এই পথ দূর্ঘটনা টি ঘটে। দিল্লি – দেরাদূন হাইওয়েতে পন্তের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়। পরবর্তী সময়ে ঋষিকেশের এআইএমস হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয় তাকে। (Rishabh Pant)

জানা গিয়েছে গাড়ি দূর্ঘটনা ঘটা কালীণ গাড়ীতে একা ছিলেন পন্ত।কোনও রকমে জানলার কাঁচ ভেঙে বাইরে বেড়িয়ে আসেন, নিজের প্রান বাঁচান। (Rishabh Pant)

উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন,

“ভোর ৫:৩০ টা নাগাদ ঋষভ পন্তের গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে।‌ রুরকের কাছে মহাম্মেদপুর জাটের কাছাকাছি এই দূর্ঘটনা ঘটে। গাড়ি চালাতে চালাতে পন্তের চোখ বন্ধ হয়ে আসে ঘুমে, তারপর তার গাড়ি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। তাকে প্রথমে রৌড়কের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে পাঠানো হয়েছে দেরাদূনে।”

একজন প্রতক্ষ‍্যদর্শীর বক্তব্য অনুযায়ী পন্তের গাড়ি রেলিংয়ে ধাক্কা লাগার পর গাড়িতে আগুন ধরে যায়। পন্ত কোনও মতে কাঁচ ভেঙে বেড়িয়ে এসে প্রান বাঁচান নিজের। দিল্লি রোডের কাছে সক্ষম হাসপাতালে আপাতত ভর্তি আছেন তিনি। (Rishabh Pant)

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : রোনাল্ডোর বন্ধুকেও সই করাতে চলেছেন আল নাসর

শ্রীলঙ্কার বিপক্ষে জানুয়ারি মাসে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজের দলে সুযোগ হয়নি ঋষভ পন্তের। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে চোট থাকায়। খুব শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেওয়ার কথা ছিলো তার।

বেশ কিছু সময় ধরে সাদা বলের ক্রিকেটে একেবারেই চেনা ছন্দের ধারেকাছে নেই ঋষভ পন্ত। এবছর ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন, কিন্তু শেষ অবধি অধিকাংশ ম‍্যাচেই খেলার সুযোগ হয়নি। গ্রুপ পর্বে জিম্বাবোয়ে এবং সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ পেলেও তেমন বিশেষ কিছু করতে পারেননি পন্ত। খুব সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের ২-০ ব‍্যবধানে জয় পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ঋষভ পন্তের। তারপর থেকে এখনও অবধি ৩৩ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৬৬ টা টি ২০ খেলেছিলেন তিনি। আইপিএলে দিল্লি ক‍্যাপিটালস দলকে নেতৃত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ Kylian Mbappe : মার্টিনেজের অপমানের জবাব দিলেন এমবাপে