ভারতীয় মহিলা সিনিয়র ক্রিকেট দলের অন্যতম প্রতিভাবান উইকেট কিপার-ব্যাটার রিচা ঘোষ। (ICC Women’s T20 rankings) ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে বেশ ভালো পারফরম্যান্স দিচ্ছেন তিনি। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে আক্রমণাত্মক ইনিংস খেলতে দেখা যায় তাকে।
এবার নিজের এই ভালো পারফরম্যান্সের সুফল পেলেন রিচা। আইসিসি প্রকাশিত মহিলা টি-২০’র নয়া ক্রমতালিকায় চার ধাপ উঠলেন রিচা ঘোষ।
আইসিসি’র দ্বারা সদ্য প্রকাশিত মহিলা টি-২০ ক্রিকেটে ব্যাটার’দের র্যাঙ্কিংয়ে (ICC Women’s T20 rankings) চার ধাপ উঠে এলেন রিচা ঘোষ। বর্তমানে তিনি রয়েছেন ৪০ নম্বরে। ভারতের তথা বাংলার অপর ক্রিকেটার দীপ্তি শর্মা’ও একধাপ উপরে উঠেছেন। তিনি রয়েছেন ৩২ নম্বরে।
অন্যদিকে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া’কে সদ্য সিরিজ জেতানো অ্যাশলে গার্ডনার অনেকটাই উপরে উঠে এসেছেন। কার্যত, সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে অজি’রা ৭ রানে জয় পায়। সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন লরেছিলেন অ্যাশলে গার্ডনার। (ICC Women’s T20 rankings)
ওই ম্যাচে গার্ডনার ৪২ রান করেছিলেন। পাশাপাশি ২০ রান দিয়ে নিয়েছিলেন দুই উইকেট ও। এর আগের ম্যাচেও তিনি দুটি উইকেট নেন। ফলে বোলার’দের তালিকায় নয় ধাপ উঠলেন তিনি। বর্তমানে তার র্যাঙ্কিং ১৭।
এদিকে অলরাউন্ডার’দের তালিকাতেও গার্ডনার চতুর্থ স্থানে উঠে এসেছেন। অজি অলরাউন্ডার এলিসা পেরি ১৭ ধাপ উঠে ৩৪ তম স্থানে উঠে এসেছেন। ভারতের বিরুদ্ধে ৭৫ এবং ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
বোলার’দের র্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে চতুর্থ স্থানে রয়েছেন হেইলি ম্যাথুজ। অলরাউন্ডার’দের তালিকাতেও তিনি রয়েছেন দুইয়ে। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা তিন ধাপ উপরে উঠে এসেছেন। তিনি ব্যাটার’দের তালিকায় রয়েছেন ৪৩ নম্বরে। (ICC Women’s T20 rankings)
ওয়ানডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড অধিনায়ক সুজি বেটস উঠে এসেছেন ১৪ তম স্থানে। বোলার’দের মধ্যে অ্যাফি ফ্লেচার ১৪ নম্বরে এবং অস্ট্রেলিয়া’র আলানা কিং উঠে এসেছেন ২৭ তম স্থানে। র্যাঙ্কিংয়ে তাদের উন্নতি চোখে পড়ার মতন।
আরও পড়ুনঃ Kapil Dev : হঠাৎ খেলোয়াড়’দের চাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন কপিল দেব ! বললেন….