IND vs SL 2023 – মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত। এই ম্যাচের মধ্যে দিয়ে নতুন যুগের সূচনা হয়েছে ভারতীয় টি টোয়েন্টি দলের। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দেশের টি টোয়েন্টি ক্রিকেট দলের নতুন ভাবে পথ চলা শুরু হয়েছে এই ম্যাচের মধ্যে দিয়ে।
তবে নতুন বছরের প্রথম ম্যাচের অভিজ্ঞতাটা ভালো হলোনা উদীয়মান ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের। এই মুহূর্তে ভারতের টি ২০ ক্রিকেট দলের সবচেয়ে ধারাবাহিক ভাবে ভালো বোলিং করে আসছেন যদি কোনো বোলার, তবে তিনি অর্শদীপ সিং। (IND vs SL 2023)
Note – Arshdeep Singh wasn't available for selection for the 1st T20I against Sri Lanka since he has still not fully recovered from his illness.#INDvSL
— BCCI (@BCCI) January 3, 2023
স্বাভাবিক ভাবেই দেশের হয়ে বছরের প্রথম ম্যাচে ভারতের দলের অর্শদীপের অনুপস্থিতি সম্পর্কে প্রশ্ন তুলেছেন সকলেই। এমন সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, শরীর খারাপ অর্শদীপের। এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। তাই তার খেলার সুযোগ হয়নি এই ম্যাচে। অর্শদীপ সিংয়ের অবর্তমানে ভারতের হয়ে এদিন টি টোয়েন্টি অভিষেক করলেন শিবম মাভি। (IND vs SL 2023)
ম্যাচে মাভির পাশাপাশি আন্তর্জাতিক টি টোয়েন্টি অভিষেক করেন শুভমান গিল। খেলা শুরুর আগে জাতীয় দলের ক্যাপ তুলে দেওয়া হয়েছে গিল এবং মাভির হাতে। এটাই মাভির কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, গিল অবশ্য ওয়ানডে এবং টেস্টে দেশের হয়ে নিয়মিত ভাবে খেলেন। (IND vs SL 2023)
হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে আইপিএল জেতা গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শুভমান গিল। অন্যদিকে শিবম মাভিকে আইপিএলের মিনি নিলামের আগে ৬ কোটি টাকা দিয়ে দলে নিয়ে নিয়েছিলো হার্দিকের দল গুজরাট টাইটান্স। এর আগে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন মাভি। (IND vs SL 2023)
ভারতের সহ অধিনায়ক সূর্য কুমার যাদব শুভমান গিলের হাতে ক্যাপ তুলে দেন। মাভির হাতে ক্যাপ তুলে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টসের সময় হার্দিক জানিয়েছিলেন মাভি অর্শদীপের জায়গা দলে ঢুকেছেন।