Real Madrid – ব্রাহিম ডিয়াজ’কে নিয়ে কি করবে রিয়াল মাদ্রিদ। তার ভবিষ্যৎ নিয়ে দোটানায় পড়ে গেলো তার বর্তমান ক্লাব। বর্তমানে এসি মিলানে খেলেন এই তারকা ফুটবলার। খেলেছিলেন ১৭ টা ম্যাচ, গোল করেছেন চারটে, অ্যাসিস্ট একটি।
ইডেন হ্যাজার্ড অথবা মার্কো আসেন্সিও কে নিয়ে কি সিদ্ধান্তে আসে রিয়াল মাদ্রিদ (Real Madrid), তার উপর নির্ভর করছে তার এই বিখ্যাত ক্লাবের ভবিষ্যৎ। এই মুহূর্তে আসেন্সিও তার চুক্তি অনুযায়ী একেবারে শেষ পর্যায়ে আছেন। মনে করা হচ্ছে আগামী মরশুমের আগে ক্লাব ছাড়তে পারেন তিনি। (Real Madrid)
আসেন্সিওর পরিবর্ত হিসেবে দিয়াজ খুব কার্যকর ভূমিকা পালন করতেই পারে। তার ফুটবল শৈলীর উপর সেই বিশ্বাস টুকু রাখা যায়। পরিসংখ্যান অনুযায়ী ডিয়াজ এখনও অবধি ২১ টা ম্যাচ খেলেছিলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে। করেছেন দুটি গোল। একটি অ্যাসিস্ট।
🚨| Milan does NOT have a buy option for Brahim Diaz, contrary to the reports. @diarioas #rmalive pic.twitter.com/jrWwQWtOc2
— Madrid Zone (@theMadridZone) December 26, 2022
এদিকে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে ফরাসি তারকা এমবাপের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনা বাড়ছে। প্যারিসের এই ফুটবল ক্লাবে আগামী ২০২৪-২৫ অবধি চুক্তি রয়েছে এমবাপের। শোনা যাচ্ছে নিজের বর্তমান ক্লাবে একেবারেই খুশিতে নেই এই ফুটবলার। শোনা যাচ্ছে তিনি মনে করেন বিশ্বাস ঘাতকতা হয়েছে তার সাথে। চুক্তি নবীকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে। তার কিছুই নাকি ক্লাবের তরফে পালন করা হয়নি। তাই তিনি আগামী বছর পিএসজি ছাড়বেন বলে মনোস্থির করেছেন।
২৪ বছর বয়সী ফুটবলার এরপর আর পিএসজির উপর আস্থা রাখবেন না বলেই জানিয়েছেন। তবে তার বিশেষ কিছু শর্ত মানলে মনোভাব বদলাতেই পারেন। এরজন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ Vicente Del Bosque : মেসি রোনাল্ডোর মধ্যে সেরা ফুটবলার বেছে নিলেন বিশ্বকাপ জয়ী কোচ বস্কে
রিপোর্ট অনুযায়ী, এমবাপের প্রথম শর্ত নেইমারকে ছাড়তেই হবে। এই দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ভালো নয় একেবারেই, সেটা জানা গিয়েছে, এমনকি মাঠেও প্রকাশ পেয়েছে। এমবাপের এর পরের দাবি ক্লাবের বর্তমান কোচ কে সরিয়ে কোচ করে আনা হোক জিনেদিন জিদান কে। তার তৃতীয় শর্ত টটেনহ্যাম থেকে নিয়ে আসা হোক ইংল্যান্ডের হ্যারি কেন কে।
এই তিন শর্ত মেনে নেওয়াটা বেশ কঠিন প্যারিস সাঁজার পক্ষে। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কি হয়। এখন সেটাই দেখার বিষয়।