Real Madrid – বরুশিয়া ডর্টমুন্ডের ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামকে দলে পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ। এমনটাই জানিয়েছেন ক্লাবের সদস্য টমাস গঞ্জালেজ। ইংল্যান্ডের উদীয়মান এই তারকা ফুটবলার কে পেতে ১৩৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি স্পেনের এই ক্লাব।
১৯ বছর বয়সী বেলিংহ্যাম বর্তমানে দারুণ ফুটবল খেলছেন। এই মুহূর্তে সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম তিনি। ডর্টমুন্ড এবং ইংল্যান্ডের প্রথম একাদশে নিয়মিত সদস্য তিনি।
🚨🥇| JUST IN: Real Madrid will offer €100m + €20m in bonuses + €15m in commissions for Jude Bellingham. @tgm46
— Madrid Xtra (@MadridXtra) December 29, 2022
এবারের কাতার বিশ্বকাপের ইংল্যান্ডের প্রতিটা ম্যাচে খেলেছিলেন তিনি। পাঁচ ম্যাচে একটি গোল করেছেন, আরেকটি গোল করিয়েছেন। গ্যারেথ সাউথগেটের দলের অন্যতম সেরা প্রতিভা বলা চলে তাকে।
আরও পড়ুনঃ Rishabh Pant : হাঁস’কে খাওয়াচ্ছেন ঋষভ পন্ত, ভাইরাল হলো ভিডিও
তাই বরুশিয়া ডর্টমুন্ড সহজে ছাড়তে চাইছেনা তাকে। ইতিমধ্যে লিভারপুল, ম্যানচেস্টার সিটির মতো দল গুলো আগ্রহ দেখিয়েছেন বেলিংহামকে নেওয়ার বিষয়।
ব্রিমিংহ্যাম সিটির এই প্রাক্তন ফুটবলারকে দলে পেতে বিরাট অংকের প্রস্তাব দিতে চলেছে রিয়াল মাদ্রিদ। এমনকি শোনা যাচ্ছে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে রাজি তারা। ২০ মিলিয়ন ইউরো বোনাস দেবেন তারা। সব মিলিয়ে ১৩৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আছেন তারা।
আরও পড়ুনঃ Lionel Messi : লিওনেল মেসিকে প্রেসিডেন্টের পদে দেখতে চায় আর্জেন্টিনার জনগন